Connect with us
ফুটবল

গোলরক্ষক এডারসনসহ ব্রাজিল দলে তিন পরিবর্তন

ব্রাজিল গোলরক্ষক এডারসন। ছবি- সংগৃহীত

চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল। মূলত আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতির জন্যে আন্তর্জাতিক এই দুই প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচ দুটির জন্যে আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ দরিভাল জুনিয়র।

তবে এবার ব্রাজিলের সেই দলে এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা গোলকিপার এডারসন। গেল রোববার প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানসিটির ম্যাচে গোল ঠেকাতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এন্ডারসনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন লিও জারদিম।

এডারসনের পাশাপাশি চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন মারকুইনহোস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। দরিভাল জুনিয়রের এই ব্রাজিল দলে মারকুইনহোসের পরিবর্তে জায়গা পেয়েছেন লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো। এছাড়া মার্তিনেল্লির জায়গায় দলে এসেছেন গালেনো। 

চলতি মাসেই ইংল্যান্ড এবং স্পেনের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। যেখানে ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এরপর ২৬ তারিখ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা। 

ব্রাজিলের প্রীতি ম্যাচের দল:

ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া ও সাভিনিও।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া ও আন্দ্রেয়াস পেরেইরা।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো ও ফাবরিসিও ব্রুনো ।
গোলকিপার: লিও জারদিম, রাফায়েল ও বেন্তো।

আরও পড়ুন: বিশ্বকাপে শামিকে নিয়ে দুঃসংবাদ পেল ভারত

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল