ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলছেন যশস্বী জয়সওয়াল। বর্তমানে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন এই তরুণ। সদ্য সমাপ্ত হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স করে অনেকগুলো রেকর্ডের তালিকায় নাম লেখিয়েছেন তিনি। এবার আইসিসি থেকেও সুসংবাদ পেয়েছেন এই ২২ বছর বয়সী ক্রিকেটার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জয়সওয়াল। এক্ষেত্রে জয়সওয়ালের প্রতিদ্বন্দ্বী ছিলেন কিউই তারকা কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কা।
জয়সওয়াল ফেব্রুয়ারি মাসে তিন টেস্টের ৬ ইনিংসে ব্যাট করে ১১২ গড়ে ৫৬০ রান করেছেন। যার মধ্যে টানা দুই টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার। মাত্র ২২ বছর ৪৯ দিনে টানা দুটি ডাবল সেঞ্চুরি হাকিয়ে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং বিনোদ কাম্বলির পরে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়া বিশ্বের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটারে পরিণত হয়েছেন জয়সওয়াল।
আইসিসির মাসসেরা নির্বাচিত হয়ে জয়সওয়াল তার অনূভুতি ব্যক্ত করে বলেন, ‘আইসিসির মাসসেরা পুরস্কার অর্জন করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমি আশা করি ভবিষ্যতে আরও বেশি পাব।’
ম্যাচসেরার দৌড়ে মনোনয়ন পাওয়া উইলিয়ামসন ও নিশাঙ্কাও ফেব্রুয়ারি মাসে দারুণ ক্রিকেট খেলেছেন। উইলিয়ামসন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ৪ ইনিংসে ১৩৪.৩৩ গড়ে ৪০৩ রান করেছেন। যার মধ্যে ৩টি সেঞ্চুরি রয়েছে তার।
এছাড়া নিশাঙ্কা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডেতে ৩৪৬ এবং ৩টি টি-টোয়েন্টিতে ৯১ রান করেছেন। যেখানে ওয়ানডে সিরিজে ১টি ডাবল সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি রয়েছে এবং টি-টোয়েন্টি সিরিজে ১টি হাফ সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে শামিকে নিয়ে দুঃসংবাদ পেল ভারত
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৪/এমটি