Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের উপর এখনই আস্থা হারাচ্ছেন না হাবিবুল বাশার

Mustafizur Rahman_Habibul Bashar
মুস্তাফিজ আবার শক্তভাবে ফিরবেন বলে বিশ্বাস হাবিবুল বাশারের। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলে মুস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। তবে গত কয়েক বছর ধরেই নিজেকে হারিয়ে খুজছেন এই বাঁহাতি পেসার। আগের তুলনায় বোলিংয়ের ধার তো কমেছেই, সাথে নেই কোনো ধারাবাহিক সফলতা। 

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে খরুচে বোলার ছিলেন মুস্তাফিজ। তিন ম্যাচে ১২ ওভার বল করে ১৩১ রান খরচায় মাত্র ২টি উইকেট শিকার করেছেন তিনি। যার ফলে মুস্তাফিজ দলে অটোচয়েজ কিনা এমন প্রশ্নও উঠেছিল। তবে মুস্তাফিজের ওপর এখনই আস্থা হারাচ্ছেন না জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন হাবিবুল বাশার। মুস্তাফিজ একটা সিরিজ খারাপ খেলায় তার প্রতি আস্থা হারাচ্ছেন না এই সাবেক নির্বাচক, ‘তার একটা সিরিজ খারাপ গেছে, তবে আমার এখনও বিশ্বাস সে সাদা বলে আমাদের সেরা বোলারদের একজন।’

এছাড়া বাশারের মতে মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার থাকাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, ‘ফিজের বর্তমান পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কিন্তু সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। সে অনেক বছর ধরে বাংলাদেশের জন্য ভালো খেলছে। বাংলাদেশের ভালো করার জন্যও কিন্তু ফিজের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোলার হবে বলে আমার মনে হয়।’

চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আইপিএল। যেখানে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মুস্তাফিজ। আইপিএল থেকে অভিজ্ঞতা নিয়ে মুস্তাফিজ বিশ্বকাপে আরো ভালো করবেন বলে আশা করেন বাশার, ‘সামনে আইপিএল খেলবে সেখানে আরো অভিজ্ঞতা হবে। আইপিএলে খুব ভালো উইকেটে খেলা হয়। ফিজের সেরা পারফর্মটা দরকার হবে, যদি বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে চায়।’

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে কাল সেরা একাদশই মাঠে নামবে: শান্ত 

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট