আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের দায়িত্বভার পেতে যাচ্ছেন মিচেল মার্শ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। পরের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্বাগতিকরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অ্যারন ফিঞ্চ। পরবর্তীতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো স্থায়ী অধিনায়ক ছিল না।
ফিঞ্চের অবসরের পর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলকে অস্থায়ীভাবে নেতৃত্ব দিয়েছেন মিচেল মার্শ। মাঝে মাঝে তার অনুপস্থিতিতে ম্যাথু ওয়েড নেতৃত্ব দিলেও বেশিরভাগ সময় তিনিই ছিলেন দায়িত্বে। যার ফলে গত ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্স এই নেতৃত্বের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত মার্শকেই দায়িত্বভার দিতে যাচ্ছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডে।
ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমার মনে হয় মিচের (মার্শ) কাছেই যাচ্ছে দায়িত্বটা। সে যেভাবে দল চালাচ্ছে, তাতে আমরা খুশি এবং সন্তুষ্ট। আমাদের মনে হচ্ছে, বিশ্বকাপের জন্য মার্শই নেতৃত্বে থাকবে, সময় হলে এটা জানা যাবে।’
মার্শের নেতৃত্বে সম্প্রতি টি-টোয়েন্টিতে দারুণ সাফল্যও পেয়েছে অস্ট্রেলিয়া। জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। এছাড়া মার্শের নেতৃত্বে গত মাসেই নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাটিতে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: উইলিয়ামসন-নিশাঙ্কাকে টপকে আইসিসির মাসসেরা জয়সওয়াল
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এমটি