ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২ টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লঙ্কা-বাংলা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার পরিসংখ্যান জানেন? কেমন হতে পারে আজকের একাদশ?
ওয়ানডে বিশ্বকাপের পর এবার লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম। বিশ্বকাপে বাজে পারফর্ম করলেও কিছু দিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক শতক ও দুই অর্ধ শতক ছাড়াও বেশ নজরকাড়া ব্যাটিং করেন এই বাঁহাতি ওপেনার।
এদিকে সিরিজ শুরুর একদিন আগে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সফরকারীদের এই সিদ্ধান্তে চমকে গেছেন অনেকে। টি-টোয়েন্টি সিরিজের পর দাসুন শানাকা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা দেশের বিমান ধরেছিল। তবে অলরাউন্ডার চামিকা করুণারত্ন ও চোট কাটিয়ে পাথুম নিশাঙ্কা দলে ফিরেছেন। বোলিং বিভাগের শক্তি বাড়াতে ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে রয়েছেন দুনিথ ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা ও মহেশ থিকশানা। সাথে পেসার লাহিরু কুমারার অন্তর্ভুক্তি বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে।
১৯৮৬ সালে প্রথমবার মুখোমুখি হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা মোট ওয়ানডে খেলেছে ৫৪টি। এর মধ্যে বাংলাদেশ ১০টি ম্যাচে জয় পেয়েছে, বিপরীতে লঙ্কানদের জয়ের সংখ্যা ৪২টি। ২টি ছিল পরিত্যক্ত। সর্বশেষ গতবছর বিশ্বকাপে মুখোমুখি দেখায় বাংলাদেশ ৩ উইকেটে জিতেছিল।
এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ দেখিয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উই), তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত (অধি.), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসাইন।
শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধি/উই), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দানুস শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্কা, মাহিশ থিকসেনা, দিলশান মাদুশাঙ্কা, প্রামুদ মাদুশান ও লাহিরু কুমারা।
আরও পড়ুন: একদিন আগে শ্রীলঙ্কার দল ঘোষণা, কি বলছেন লঙ্কান কোচ?
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এজে