লিওনেল মেসি চলে যাওয়ার পর যেন হারিয়েই যেতে বসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এবার একটু চমকই দিচ্ছে দলটি। ৩ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে কাতালানরা। ঘরের মাঠে নাপোলিকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করল বার্সেলোনা।
এর আগে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র করেছিল কাতালানরা। তাই দ্বিতীয় লেগের ম্যাচ ছিল দুদলের জন্যেই বাঁচা-মরার লড়াই। শেষ পর্যন্ত এই ম্যাচ নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বার্সেলোনার ঘরের মাঠে শুরু থেকে আক্রমন পাল্টা-আক্রমণে জমে ওঠে ম্যাচ। এদিন বার্সেলোনার হয়ে নাপোলির জালে বল জড়িয়েছেন ফেরমিন লোপেজ, জোয়াও ক্যানসেলো ও লেভানদোস্কি। অপরদিকে নাপোলির হয়ে এক গোল শোধ দিয়েছেন আমির রাহমানি।
ম্যাচের মাত্র ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গোল লাইনের কাছ থেকে রাফিনিয়ার কাটব্যাক বক্সে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান ফেরমিন লোপেজ। এর দুই মিনিট বাদেই বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ক্যানসেলো। রাফিনিয়ার শট গোল পোস্টে লেগে ফিরে আসলে, সেই ফিরতি বল জালে জড়িয়েছেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল নাপোলি। মুহুর্মুহু আক্রমণে বার্সার দুর্গ কাপিয়ে ৩০ মিনিটে ব্যবধান কমায় নাপোলি। বক্সের মধ্যে সতীর্থের দুর্দান্ত এক কাটব্যাক পেয়ে যান আমির রাহমানি। দূরের পোস্টে লক্ষ্য করে দারুন এক গোল করেন তিনি। ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে সুযোগ সন্ধানী ছিল নাপোলি। একের পর এক আক্রমণ করেও সফলতা পায়নি সফরকারীরা। বার্সেলোনার ঘরের মাঠে গোটা ম্যাচে বল দখলে তাদের থেকে এগিয়েছিল প্রতিপক্ষ। তবে বার্সার কঠিন রক্ষণ ভেদ করে ম্যাচের সমতা ফেরাতে বারবার ব্যর্থ হয় নাপোলি।
শেষ দিকে ম্যাচের ৮৩তম মিনিটে নাপোলির জালে শেষ গোল দিয়ে বার্সার জয় নিশ্চিত করেন লেভানদোস্কি। সতীর্থদের সঙ্গে বল দেয়া নেয়া করে বক্সের মধ্যে সের্হিয়ো রবার্তোর বাড়ানো বল থেকে গোল করেছেন লেভানদোস্কি। এতে করে ম্যাচে জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
আরও পড়ুন: কথার লড়াইয়ে জড়িয়ে অ্যান্ডারসনের সামনে দুই বলও টিকতে পারেননি গিল
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এফএএস/এজে