তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে। সকল শঙ্কা কাটিয়ে এই ম্যাচের একাদশে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন টস যেতে শ্রীলংকার কুশল মেন্ডিস বলেন, ‘আমরা আগে ব্যাট করব। এটা দেখে ভালো উইকেট মনে হচ্ছে। আমার মনে হয় ২৮০ এর বেশি করতে পারলে একটি ভালো সংগ্রহ হবে। এখানে ব্যাটে-বলে পারফরম্যান্স করতে হবে। আমরা পাঁচ বোলার নিয়ে মাঠে নামব।’
এদিকে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘রান তাড়া করতে পেরে খুশি। দ্বিতীয় ইনিংসে শিশির একটা ফ্যাক্টর হতে পারে। আমরা নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছি। ধারাবাহিকতা ধরে রাখার জন্য মুখিয়ে থাকব। আমরা দুই স্পিনার, তিন সিমার এবং ছয় ব্যাটার নিয়ে মাঠে নামছি।’
আরও পড়ুন :
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচসহ আজকের খেলা (১৫ মার্চ ২৪)
মেসিবিহীন বার্সা ৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে
গোলরক্ষক এডারসনসহ ব্রাজিল দলে তিন পরিবর্তন
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (১২ মার্চ ২৪)
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ: কোন টিকিট কত টাকা?
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
শ্রীলঙ্কা: আভিস্কা ফার্নান্ডো, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
আরও পড়ুন:
মাঠে নামার আগেই হঠাৎ মাহমুদউল্লাহকে নিয়ে চিন্তা!
ধোনির চুল আবার ঘাড় ছুঁই ছুঁই, নতুন জল্পনা
সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজকের খেলা (১০ মার্চ ২৪)
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এফএএস