চট্টগ্রামের সাগরিকায় চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে। এই ম্যাচের দিকে নজর রেখেছেন ক্রিকেট ভক্তরা। কিন্তু ম্যাচের সময় হঠাৎ নজরে পড়ে মেহেদি হাসান মিরাজের কিপিং দৃশ্য। উইকেটের পেছনে কিপিং গ্লাভস হাতে নিয়ে দেখা যায় মিরাজকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে মিরাজের ওই ছবি। সবাই ভাবেন মিরাজ হয়তো কিপিং করছেন। কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়।
জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। ম্যাচের ১৬তম ওভারের ঘটনা। আম্পায়ার পানিপানের বিরতি দেন। ওই বিরতিত জরুরি প্রয়োজনে মাঠের বাইরে যান মুশফিকুর রহিম। তখনই মুশফিকের গ্লাভস জোড়া হাতে নিয়ে উইকেটের পেছনে গিয়ে উইকেটরক্ষক ভঙ্গিতে বসেন। আর এই ছবি ধরা পড়ে ক্যামেরার ফ্রেমে।
মুশফিক আজ তানজিম সাকিবের বলে সাদিরা সামারাবিক্রমার ক্যাচটি দারুণভাবে লুফে নেন। এর আগে আভিস্কা ফার্নান্দোর একটি ক্যাচও লুফে নেন মি. ডিপেন্ডবল মুশফিক। উইকেটের পেছনে না থাকলেও সামনে থেকে ভালো বোলিং করেছেন মিরাজ। চারিথ আসালাঙ্কাকে বোল্ড করে পেয়েছেন সফলতার দেখা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে সফরকারী শ্রীলঙ্কা। এই পর্যন্ত ৮ ওভার বোলিং করে ১ মেডেনে মাত্র ২৭ রান খরচা করেছেন মিরাজ।
আরও পড়ুন: চলতি বছর কত টাকা ঢুকছে শতকোটির বিসিবির কোষাগারে?
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এজে