টি-টোয়েন্টি সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ভালো সূচনা করেছে বাংলাদেশ। গতকাল (বুধবার) শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে ৬ উইকেটের জয় পেয়েছে। আর এই জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
ম্যাচজয়ী সর্বোচ্চ ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত। এমন দুর্দান্ত ইনিংসের পর নিজের ফেসবুক একাউন্টে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শান্তর স্ত্রী সাবরিনা রত্না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্তর সঙ্গে তার ছেলের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘বহুল প্রতীক্ষিত সেঞ্চুরি। ইজহানের পক্ষ থেকে অভিনন্দন পাপা।’
১২২ রানের নায়কোচিত ইনিংসটি খেলতে শান্ত বল খরচ করেছেন ১২৯টি। তার ইনিংসে চারের মার ছিল ১৩টি আর ছক্কা ২টি। সঙ্গে ‘ মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমের ৮৪ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসেরও ম্যাচ জয়ে কম অবদান নেই। মূলত প্রাথমিক বিপর্যয়ের পর এই দু’জনের ১৬৫ রানের অনবদ্য জুটির সুবাদেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচের যে কোন একটিতে জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী শ্রীলংকা। শুরুটাও ভালো করলেও এক এক করে তিন টপ অর্ডারকে হারিয়ে খেই হারিয়ে ফেলে সফরকারীরা। লঙ্কান কাপ্তান কুশল মেন্ডিসের ৫৯ রান, পাথুম নিশাঙ্কার ৩৬ ও শেষ দিকে জানিত লিয়ানাগের দুর্দান্ত ৬৭ রানের কল্যাণে ২৫৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলংকা। টাইগারদের হয়ে তানজিম সাকিব, শরিফুল ও ডাসকিন সমান ৩ টি করে উইকেট শিকার করেন।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে শান্ত-মাহমুদুল্লাহর ৬৯ রানের জুটি এবং পঞ্চম উইকেট জুটিতে শান্ত-মুশফিকের ১৬৫ রানের কল্যাণে সহজেই জয়ের বন্দরে তরী নোঙর করে লাল-সবুজ বাহিনী।
আরও পড়ুন: শান্ত-মুশফিকের জুটিতে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/এমএস/এজে