Connect with us
ক্রিকেট

মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক শান্ত

Mahmudullah Najmul Hossain Shanto and Mushfiqur Rahim
মুশফিক-মাহমুদউল্লাহর ইনিংস কতটা ক্যামিও হয়েছে তা কেবল অধিনায়ক শান্তই জানেন। ছবি- সংগৃহীত

তীরে এসে তরী ডোবার দৃশ্যে মন ভাঙতো টাইগার সমর্থকদের—একটা সময়ের সেই দৃশ্য এখন পুরনো। এক দিনের ক্রিকেটে টিম বাংলাদেশ কতটা শক্তিশালী তা এখন হারে হারেই টের পায় প্রতিপক্ষ দলগুলো। বুধবার চট্টগ্রামে সাগরিকার পাড়ে এই ফরম্যাটে চেনা বাংলাদেশকেই দেখলো টিম শ্রীলঙ্কা। চার দিন আগে যেই লঙ্কানরা টি-টুয়েন্টি সিরিজ ছিনিয়ে নিয়ে টাইমড আউট উদযাপন করেছিল, তারাই এবার দেখলো মুদ্রার উল্টো পিঠ।

অভিজ্ঞতা আর তারুণ্যের জোড়া শক্তিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে ধাক্কা খেলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ-মুশফিকরা ইনিংস মেরামত করে দেন। আর লঙ্কান কফিনে শেষ প্যারেক ঠুকে দেন তরুণ তুর্কি টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্যাপেটন শান্ত।

৩২ বল হাতে রেখে জেতা ম্যাচটির শুরুর গল্পটি একটু কঠিন হয়েছিল ওপেনার লিটন শূন্য ও সৌম্য ৩ রানে মাঠ ছাড়লে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টিম বাংলাদেশ। ইনিংস গড়ার দায়িত্ব কাঁধে নিয়ে অধিনায়ক শান্ত সঙ্গী পান অভিজ্ঞতায় ঠাঁসা মাহমুদউল্লাহ রিয়াদকে। ২৫৫ রানের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশের শুরুর ধাক্কা সামলে ৩৭ রানের ধৈর্যেরে ইনিংস দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। পরে শান্তর সঙ্গে ম্যাচ জেতানো ১৬৫ রানের জুটি গড়েন আরেক অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

অপরাজিত জুটিতে ৮৪ বলে ৭৩ রান করেন মুশফিক। এছাড়া ১২৯ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। আর এতেই ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় টিম বাংলাদেশ। এই জয়ের পেছনে মুশফিক-মাহমুদউল্লাহর ইনিংস কতটা ক্যামিও হয়েছে তা কেবল অধিনায়ক শান্তই জানেন। তাইতো ম্যাচ শেষে সেই অবদানের কথা ভুলে যাননি টাইগার দলপতি।

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ওনাদের (মাহমুদউল্লাহ-মুশফিক) অভিজ্ঞতা আমাদের অনেক কাজে এসেছে। মুশফিক ভাই অনেক ভালো খেলেছেন। আশা করছি, আমাদের এই ফর্মটা সামনে এগিয়ে নিতে পারবো।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫ মার্চ মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে আগামী ১৮ মার্চ সিরিজের শেষ ম্যাচে কুশল মেন্ডিসদের আতিথ্য দেবে শান্ত বাহিনী।

প্রথম ওয়ানডে—সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ২৫৫/১০ (৪৮.৫)
বাংলাদেশ : ২৫৭/৪ (৪৪.৪)
ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : নাজমুল হোসেন শান্ত ১২২* (১২৯)

আরও পড়ুন: ম্যাচ জেতানো সেঞ্চুরি: স্বামী-ছেলের ছবি দিয়ে কি লিখলেন শান্তর স্ত্রী

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট