Connect with us
ফুটবল

কোপা আমেরিকাকে সামনে রেখে নতুন জার্সি পেলেন মেসি-ডি পলরা

Argentina Team got new jersey before Copa America
নতুন জার্সি গায়ে ডি মারিয়া- ডি পলরা। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকাকে আর্জেন্টিনার ভাগ্য বদলের রূপকার বলা যায়৷ কেননা কোপা আমেরিকার শিরোপা জয়ের মাধ্যমেই দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচে যায় দলটির৷ স্বপ্নের বিশ্বকাপও ধরা দেয় মেসিদের হাতে৷ আসন্ন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকাকে সামনে রেখে এবার নতুন স্বপ্ন বুনতে নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা।

হোম জার্সি হিসেবে বরাবরের মতোই আকাশি নীল-সাদা রঙের জার্সিই বেছে নিয়েছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা লাগানো হয়েছে। সেই সঙ্গে বুকের ঠিক ওপরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ব্যাজ, কাতার বিশ্বকাপের ক্রেস্ট ও অ্যাডিডাসের লোগোও সংযুক্ত করা আছে। এই সবগুলোতেই সোনালী রঙ ব্যবহার করা হয়েছে। নতুন এই জার্সির প্রমোশনে অংশ নিয়েছেন লিওনেল মেসি, পাওলো দিবালা, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টাররা।

অ্যাওয়ে জার্সির রঙ অবশ্য পুরোপুরি নীল। জার্সির দুই কাঁধ, গলা ও দুই পাশে আকাশি-নীল রঙের স্ট্রিপ। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ১৫টি শিরোপা রয়েছে আর্জেন্টিনার ট্রফি ক্যাবিনেটে৷ সমান সংখ্যক শিরোপা রয়েছে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ের৷ এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শিরোপা ধরে রাখতে পারলেই এককভাবে সবচেয়ে বেশি কোপা আমেরিকার মালিক হবেন আর্জেন্টিনা৷

আরও পড়ুন: আবারও মেসি ঝলক, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মায়ামির 

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল