ইংলিশ ক্লাব লিভারপুলের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না কিছুতেই। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে তিনটি করে গোল হজম করে পরাজয়ের বৃত্তে ঘুরছে দলটি। লিগে আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল লিভারপুল। এবার শনিবার রাতে ব্রাইটনের কাছেও হার ৩-০ গোলে। আর এতেই ১৯৬১ সালের পর প্রথমবারের মতো লিগে ব্রাইটনের কাছে হারল লিভারপুল।
এদিন ব্রাইটনের মাঠে ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচের ৪৬তম মিনিটে গোল পেয়ে যান ব্রাইটনের সোলি মার্চ। এর মাত্র সাত মিনিট পরই ব্যবধান ডাবল করেন মার্চ। ফার্গুসনের পাস নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৮১তম মিনিটে ব্রাইটনের হয়ে তৃতীয় গোলটি করেন ড্যানি ওয়েলবেক। পরে ম্যাচের বাকি সময়ে লিভারপুল একাধিক চেষ্টা করেও গোল ব্যবধান আর কমাতে পারেনি
অপরদিকে এই হারের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নবম স্থানে নেমে এসেছে জার্গেন ক্লপের দল। ১৮ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয় কর ২৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩০ পয়েন্ট ব্রাইটনের, তাদের অবস্থান সাত নম্বরে। এছাড়া ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে আর্সেনাল।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৩/এসএ