ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাগকে তাদের ডেরায় ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল আগেই অনেকটা নিশ্চিত করে রেখেছিল লিভারপুল। এবার ফিরতি লেগে ঘরের মাঠে যেন আরও আগ্রাসী হয়ে উঠলো জুর্গেন ক্লপের শিষ্যরা। অ্যানফিল্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলের বড় ব্যবধানে।
গেল রাতে ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণের ওঠে লিভারপুল। জয়ের রাতে ইংলিশ জায়ান্টদের হয়ে গোল করেছেন ভিন্ন পাঁচ ফুটবলার। ম্যাচের মাত্র ৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দারউইন নুনেজ। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল দারুন ফিনিশিংয়ে জালে জড়ান এই উরুগুয়ান ফরোয়ার্ড।
পরের মিনিটে ফের প্রতিপক্ষের জালে আরও একটি গোল দেন ববি ক্লার্ক। ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ হয়ে যায় মোহাম্মদ সালাহর দুর্দান্ত আরেক গোলে। ম্যাচের লিভারপুলার হয়ে এর চার মিনিট বাদেই চতুর্থ গোল করেন কডি গ্যাকপো। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় লিভারপুলের ফুটবলাররা। বিরতির আগে এক গোল শোধ দেয় স্পার্তা প্রাগ। দ্বিতীয় অর্ধে ফিরে ফের আক্রমণ অব্যাহত রাখে ইংলিশ জায়ান্টরা। গোল উৎসবে যোগ দেন ডমিনিক সোবোসজলাই। ৪৮ মিনিটে ম্যাচের পঞ্চম গোল করেন তিনি। এরপর ম্যাচের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের শেষ গোল করেন গ্যাকপো।
এতে করে শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এর আগে প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলে প্রথম লেগ নিজেদের করে নিয়েছিল জুর্গেন ক্লপের দল। দুই লেগ মিলিয়ে ১১-২ গোলে এগিয়ে থেকে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিভারপুল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের শোধ নিতে আজ মাঠে নামবে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এফএএস