প্রথম ম্যাচের ভাগ্যই যেন সঙ্গ করে দ্বিতীয় ম্যাচেও নিয়ে আসলেন লিটন দাস। টানা দুই ম্যাচেই ফিরলেন কোন রান না করেই। শুরুর ধাক্কা সামলে এই ম্যাচেও যথারীতি দলের ভরসার নাম হয়ে উঠলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও পেয়েছেন রান। আগের ম্যাচে ফ্লপ করা সৌম্য তুলে নিয়েছেন নিজের ১২তম অর্ধশতক।
আজ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারেই লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন লিটন। আগের ম্যাচে প্রথম বলেই উইকেট বিলিয়ে আসা লিটন এই ম্যাচে টিকেছেন দুই বল বেশি। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই ডাক মেরেছেন লিটন।
এদিকে লিটন দাস বিদায় নিলেও সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা ভালোভাবেই সামলে নেন শান্ত। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই ম্যাচে এগোচ্ছিলেন নিজের দশম ফিফটির দিকে। তবে ব্যক্তিগত ৪০ রানে থেমেছেন দিলশান মাদুশঙ্কার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
১৩তম ওভারের প্রথম বলেই মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন শান্ত। তবে আম্পায়ার নো বল ডাকলে সে যাত্রায় বেঁচে যান তিনি। অবশ্য জীবন পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন বাংলার অধিনায়ক। দুই বল পরেই ইতি ঘটে ৬ চারে ৩৯ বলে ৪০ রান করা শান্তর ইনিংসের।
শান্ত ফিরলেও অপর প্রান্তে টিকে আছেন আগের ম্যাচে ৩ রান করা সৌম্য সরকার। ৫২ বলেই তুলে নিয়েছেন নিজের ফিফটি। তাকে উইকেটে সঙ্গ দিচ্ছেন চার নম্বরে ব্যাটিংয়ে আসা তৌহিদ হৃদয়।
রিপোর্ট করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ:
২০ ওভারে ১২২ রান
সৌম্য- ৫৯ বলে ৬১ রান
হৃদয়- ২০ বলে ১৬ রান
আরও পড়ুন: আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাথু ওয়েড
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এফএএস