স্প্যানিশ সুপার কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত একটায়।
এদিকে দুদলই টাইব্রেকারে জিতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। আগের ম্যাচে রিয়াল হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে আর বার্সা জিতেছিল রিয়াল বেতিসের বিপক্ষে।
স্পেনের দুই পরাশক্তির এই মহারণ সরাসরি দেখা যাবে সনি টেন-২, এবিসি, ইএসপিএন, ইএসপিএন ডেস্পর্টস ও ইএসপিএন প্লাসে। এছাড়া অনলাইনে দেখা যাবে ফুবো টিভিতে।
দীর্ঘ ২১ মাস ধরে শিরোপার খরায় ভুগছে বার্সেলোনা। এবার সুপার কোপার শিরোপা জিততে মরিয়া হয়ে ওঠেছে তারা। অপরদিকে মৌসুমের প্রথম ট্রফি জন্য মুখিয়ে আছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ। নিজেদের শিরোপার সংখ্যা বাড়াতে কেউ কাউকে ছাড় দেবে না।
বার্সেলোনা এ পর্যন্ত ১৩ বার স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে। রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে আছে মাত্র এক ধাপ। রিয়ালের ট্রফির সংখ্যা ১২। কিন্তু টুর্নামেন্ট চার দলের নতুন ফরমেটে আসার পর থেকে ট্রফি জয় হয়নি বার্সার। সবশেষ তারা ট্রফি জেতেছে ২০১৮ সালে। আর রিয়াল গতবছরও সুপার কোপা জেতে নেয়।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৩/এসএ