Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে চূড়ান্ত ম্যাচসূচি

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচের চিত্র। ছবি- ইএসপিএন

আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব দলই নিজেদের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুম শেষ করেছে টাইগাররা। বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। এর মাঝেই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচী ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে দল ঢাকায় আসবে আগামী ২৮ এপ্রিল। ঢাকায় এসেই তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ হবে টাইগারদের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১২ তারিখে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি খেলে ১৩ তারিখে দেশ ছাড়বে সফরকারীরা।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টায় এবং তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টায়। মিরপুরে চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬ টায় শুরু হলেও শেষ ম্যাচটি হবে সকাল ১০ টায়। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে যথাক্রমে মে মাসের ০৩, ০৫ ও ০৭ তারিখে। ঢাকায় বাকি দুই ম্যাচ হবে অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১২ মে।

এক নজরে জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি:

ম্যাচ ভেন্যুতারিখসময়

১ম টি-টোয়েন্টি

চট্টগ্রাম ৩ মেসন্ধ্যা ৬টা
২য় টি-টোয়েন্টিচট্টগ্রাম ৫ মেসন্ধ্যা ৬টা
৩য় টি-টোয়েন্টিচট্টগ্রাম ৭ মেবিকেল ৩টা
৪র্থ টি-টোয়েন্টিমিরপুর ১০ মেসন্ধ্যা ৬টা
৫ম টি-টোয়েন্টিমিরপুর ১২ মেসকাল ১০টা


আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, খেলবে ৫ টি-টোয়েন্টি

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট