Connect with us
ক্রিকেট

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগেই অবদান রাখতে চান সাকিব

Tanzim Hasan Sakib
তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব। গত বছর এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে তার। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচটা রাঙিয়েছিলেন দুটি উইকেট নিয়ে। অভিষেকের পর থেকেই ভালো ছন্দে রয়েছেন এই ডানহাতি পেসার। তবে সাকিব শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে সক্ষম।

চলমান শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দুইশো পেরেনোর আগেই যখন ৬ উইকেট হারিয়ে বিপদে, তখন ব্যাট হাতে তাওহীদ হৃদয়কে সঙ্গ দিয়েছিলেন সাকিব। হৃদয়ের সঙ্গে ৪৭ রানের জুটিতে ১৮ রান করে অবদান রেখেছিলেন এই তরুণ। তবে দিলশান মাদুশানের বলে মিড অফে ক্যাচ তুলে দিয়ে আউট হওয়ায় সন্তুষ্ট নন তিনি।

আজ শনিবার (১৬ মার্চ) বিসিবির প্রকাশিত একটি ভিডিওতে ম্যাচের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন সাকিব। সেসময় নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন ব্যাটিংয়ে নেমেছি, আমার চেষ্টা ছিল আমি হৃদয় ভাইকে সহায়তা করবো। শেষের দিকে একটু চার্জ করব। কিন্তু আমি যে শটে আউট হয়েছি তাতে আমি আসলে সন্তুষ্ট না।’

আরো কিছুক্ষণ ক্রিজে থাকলে বাংলাদেশ আরেকটু বেশি রান তুলতে পারতো বলে মনে করেন সাকিব, ‘আমি যদি আরও ২ ওভার হৃদয় ভাইকে সাপোর্ট দিয়ে শেষের ২ ওভারে আক্রমণে যেতাম তাহলে হয়তো আমরা আরেকটু বেশি রান করতে পারতাম, দলের জন্য আরও অবদান রাখতে পারতাম।’

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ও ফিল্ডিংয়েও অবদান রাখতে চাই এই পেসার, ‘আমি যখন দলের হয়ে খেলি তখন চেষ্টা করি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিকে অবদান রাখার। তিন বিভাগে যদি সাপোর্ট দিতে পারি তাহলে দল অবশ্যই ভালো করবে। আমি এটাই চেষ্টা করি। আমি যদি ব্যাটিংয়ে যাই ব্যাটিংয়ের মাধ্যমে দলকে সহায়তা করতে চাই। বোলিংয়ে গেলে বোলিংয়ের মাধ্যমে এবং ফিল্ডিংয়ে গেলে ফিল্ডিংয়ের মাধ্যমে সহায়তা করতে চাই।’

আরও পড়ুন: অজিদের বিপক্ষে বাংলাদেশ দলে ১৫ বছরের কে এই নিশি? 

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট