Connect with us
ফুটবল

আনচেলত্তির ডাবল সেঞ্চুরিতে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের জয় উদযাপন। ছবি- রিয়াল মাদ্রিদ

গতকাল (শনিবার) লা লিগায় ওসাসুনার মাঠে খেলতে নেমে প্রতিপক্ষকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয় ছিল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ক্যারিয়ারে পাওয়া ২০০ তম জয়। ফলে এর মহত্ত্বও ছিল আনচেলত্তির জন্য বিশেষ। 

ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ও ফেদেরিকো ভালভার্দের হ্যাট্রিক এ্যাসিস্টে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো লস ব্লাঙ্কোসরা। ২৯ তম রাউন্ডের খেলা শেষে টেবিলের দুই নম্বরে থাকা জিরোনার থেকে পাক্কা ১০ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের হয়ে চলতি মৌসুমে ভিনিসিয়ুস আছেন উড়ন্ত ফর্মে। চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২৮ ম্যাচে মোট ২৬ টি গোলে সরাসরি অবদান রেখেছেন। গতকালও ম্যাচের ৪ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলের খাতা খোলেন তিনি। এর মিনিট তিনেক পরই ওসাসুনার আন্তে বুদিমিরের গোলে সমতা ফেরায় স্বাগতিকেরা। ম্যাচের ১৮ তম মিনিটে রাইট ব্যাক দানি কার্ভাহালের গোলে ফের লিড নেয় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দের বাড়ানো বল থেকে গোল করে দলকে ৩-১ এ এগিয়ে দেন চলতি মৌসুমে আলাদাভাবে নজর কাড়া ব্রাহিম দিয়াজ। আর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক মারেন ভিনিসিয়ুস। ভালভার্দের এসিস্ট থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করার মাধ্যমে। খেলার ৯১ তম মিনিটে গিয়ে ওসাসুনার হয়ে শেষ গোলটি করেন ইকার মুনোজ।

সাথে রিয়ালের জয়ের দিনে টেবিলের দুইয়ে থাকা নিকটতম প্রতিদ্বন্দ্বী জিরোনা গেতাফের মাঠে ১-০ ব্যবধানে হেরে বসায় তাদের মধ্যে এখন পয়েন্ট ব্যবধান ১০। ২৯ ম্যাচে টেবিল টপার লস ব্লাংকোসদের পয়েন্ট ৭২। আর সমান ম্যাচে দুইয়ে থাকা জিরোনার ৬২। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

কার্লো আনচেলত্তির অধীনে দ্বিতীয় বারের মত লিগ শিরোপা জয় থেকে আর মাত্র ৯ ম্যাচ দূরে ইউরোপ সেরা ক্লাবটি। যদিও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সম্ভবত সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষকে পেয়ে কিছুটা অস্বস্তিতেই আছেন রিয়াল বস। তবে আপাতত আন্তর্জাতিক বিরতির পর দলের দুই তারকা থিবো কর্তোয়া ও এডার মিলিতাওকে দলে পাওয়ার আশায় দিন গুনছেন আনচেলত্তি। 

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল