টি-টোয়েন্টিতে সিরিজ হারের বেদনা ভুলিয়ে দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়। তরুণ তুর্কি রিশাদ হোসেনের অচেনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে লঙ্কানদের বোলিং ইউনিট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে শেষ হাসি হাসে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে একদিনের ক্রিকেটে এমন সাফল্যর পর পরই চমক রেখে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ পেসার নাহিদ রানা। টেস্ট থেকে তাসকিনের বিরতি আর ইবাদত হোসেনের চোটে টাইগারদের দলে পেস শক্তি বাড়াতে ডাক পেয়েছেন নবীন দুই ক্রিকেটার। তার মধ্যে নতুন মুখ নাহিদ।
টেস্ট দলে নতুন মুখ কে এই নাহিদ রানা?
বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার জায়গা পাওয়া ২১ বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জের তরুণ এই ক্রিকেটার মূলত ডানহাতি পেস বোলার। তার ক্রিকেটের হাতেখড়ি রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে।
ডানহাতি এই পেসার গতবার বিপিএলে অভিষেকে বল হাতে গতির ঝড় তুলে নজর কাড়েন। নিয়মিত ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছেন তিনি। তবে সেবার উইকেটে নিজের প্রতি সুবিচার করতে পারেননি এই তরুণ বোলার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার খুলনা টাইগার্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৪৯.৭ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। সাকিব আল হাসানের বিপক্ষে করা তার সেই ডেলিভারি দেখে রোমাঞ্চিত হন ধারাভাষ্যকার আমের সোহেল।
এদিকে জাতীয় লিগে রাজশাহীর হয়ে ১১ ম্যাচ খেলে নিয়েছেন ৪৮ উইকেট। এছাড়া বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে চার ম্যাচে নিয়েছেন ১৫টি উইকেট।
টেস্ট দলের এই নতুন ক্রিকেটারকে নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে বলেন, তরুণ দুই পেসার রানা-মুশফিককে দলে নেওয়া হয়েছে। তাদের পরখ করে নেওয়ার উপযুক্ত সময় এখন।
রানা দলের জন্য সম্ভাবনাময়। এই মুহূর্তে সে সম্ভবত দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার। তার আরেকটি ভালো দিক হলো, সে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অবশ্য ভালো রেকর্ড আছে। তবে জাতীয় দলে কেবল শুরু।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
নতুন মুখ : পেসার নাহিদ রানা।
দলে ফিরেছেন: লিটন দাস, তরুণ পেসার মুশফিক হাসান।
বাদ পড়েছেন: নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, হাসান মুরাদ।
আরও পড়ুন: মুশফিকের ‘হেলমেট’ উদযাপনকে কিভাবে দেখছেন শান্ত?
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এসএ/এফএএস