গত মাসে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে তিনটি ম্যাচে এমবাপ্পেকে একাদশে না রেখে বেঞ্চে রেখেছিলেন। তখন থেকেই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়, দু’জনের মধ্যে হয়তো সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ফ্রান্স জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম।
পিএসজির খেলায় এমবাপ্পের ভূমিকা এখন আগের থেকে হ্রাস করা হয়েছে এবং বিষয়টি নিয়ে খুশিই হয়েছেন ফ্রান্সের কোচ দেশম। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এমবাপ্পের প্রশ্নে দেশম বলেন, ‘একটি বড় প্রতিযোগিতার জন্য ফুটবলারের শারীরিকভাবে সুস্থ ও সতেজ থাকাটা গুরুত্বপূর্ণ। পুরো মৌসুম শেষে ফুটবলারদের মধ্যে কিছুটা ক্লান্তি বোধ থাকে। মাঝে এমন বিশ্রাম পেলে ক্লান্তি কিছুটা হলেও কমবে।’
দেশম নিজেও চান তার দলের সেরা তারকা ফ্রান্সের হয়ে আসন্ন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করুক। কিন্তু এমবাপ্পের ফ্রান্সের হয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন ভেঙে যেতে পারে, যদি তিনি আসন্ন গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। কারণ লস ব্লাঙ্কোসরা মৌসুমের শুরুতেই এভাবে খেলোয়াড় ছাড়তে রাজি না।
অলিম্পিক নিয়ে রিয়ালের ভাবনার বিষয়ে দেশম বলেন, ‘অলিম্পিক নিয়ে রিয়ালের অবস্থান কিছুটা পুরনো ধাঁচের। অবশ্য এ সিদ্ধান্তগুলো আসলে ব্যবসায়ীরা নিয়ে থাকে। অলিম্পিকের খেলা যদি ফিফার আনুষ্ঠানিক তারিখে না পড়ে, তাহলে রিয়াল হয়তো তাকে খেলতে অনুমতি দেবে না।’
২৫ বছর বয়সী ফ্রেঞ্চ তারকাকে ফ্রান্সের হয়ে আগামী ২৩ তারিখ জার্মানির বিপক্ষে এবং তার তিন দিন পর চিলির বিপক্ষে মাঠে দেখা যাবে৷ এই প্রীতি ম্যাচগুলোকে ২০২৪ ইউরোর আগের শেষ প্রস্তুতিও বলা যায়।
আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই সুইডিশদের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এমএস/এমটি