আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মুশফিকুর রহিম। তাকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। যদি পুরোপুরি সেরে না ওঠেন তাহলে তাকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
গতকাল (সোমবার) লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছেন মুশফিক। ম্যাচ শেষে স্ক্যান করার পর তার আঙুলে চিড় ধরা পড়েছে। এর ফলে প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে এই ধরণের চোট থেকে সরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। সেক্ষেত্রে প্রথম টেস্টের পাশাপাশি পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
শেষ ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় তাসকিনের বল তালুবন্দি করতে গিয়ে আঙুলে আঘাত পান মুশফিক। এরপর মাঠেই তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়। তবে চোট নিয়েই বাকী সময় কিপিং করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মি. ডিপেন্ডেবল।
মুশফিকের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বলে দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘মেডিকেল টিম থেকে জানিয়েছে মুশফিকের হাতে অনেক ব্যাথ। ওর জন্য আমরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব।’
আগামী শুক্রবার (২২ মার্চ) সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টের পাশাপাশি পুরো সিরিজ থেকেই মুশফিক ছিটকে গেলে নতুন কাউকে দলে নিতে হবে।
আরও পড়ুন: চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এমটি