আর মাত্র দুদিন পরই পর্দা উড়তে যাচ্ছে আইপিএলের ১৭তম আসরের। খেলার মাঠের সকল সিদ্ধান্ত নিখুঁত ভাবে নেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন সব প্রযুক্তির ব্যবহার যুক্ত হচ্ছে ক্রিকেটে। এবার যেন দ্রুততম সময়ে নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যেই আইপিএলে যুক্ত হচ্ছে স্মার্ট রিপ্লে পদ্ধতি।
আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের। এর আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদন প্রকাশ করে আইপিএলে নতুন পদ্ধতি চালুর বিষয়টি সামনে এনেছে। যেখানে হক-আই এবং টিভি আম্পায়ারের মধ্যে সমন্বয় ঘটানো হবে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে স্মার্ট রিপ্লে পদ্ধতিতে টিভি আম্পায়ার এবং হক-আই অপারেটর একই রুমে অবস্থান করবেন। যার ফলে টিভি ব্রডকাস্ট ডিরেক্টরকে এই দুই পক্ষের মধ্যে কোন সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে না। যেমনটা আগে করতে হতো দুজন আলাদা কক্ষে থাকায়।
এছাড়া মাঠের মধ্যে থাকা হক-আইয়ের ৮টি দ্রুতগতির ক্যামেরা থেকে অনেক বেশি নিখুঁত ছবি পাবেন টিভি আম্পায়াররা। স্মার্ট রিপ্লে পদ্ধতিতে একসঙ্গে দুটি ছবি দেখার সুযোগ থাকছে আম্পায়ারদের সামনে। ফলে থার্ড আম্পায়ার আগের তুলনায় বেশ দ্রুত অধিক তথ্য পাবেন, যেমনটা আগে কিছু সময় সাপেক্ষ ছিল।
স্মার্ট রিপ্লের নতুন এই পদ্ধতিতে আরও দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে সুবিধা হবে থার্ড আম্পায়ারের। স্টাম্পিং, ক্যাচ, রান আউট কিংবা বাউন্ডারিতে চার বাঁচানোর কঠিন সিদ্ধান্তগুলো এখন একাধিক ফুটেজ একসঙ্গে দেখেই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাতে পারবেন টিভি আম্পায়ার।
এর আগে যেমন কোনো ফিল্ডার বাউন্ডারির কাছাকাছি ক্যাচ লুফে নিলে আলাদা করে ফিল্ডারের পা এবং হাতের ফুটেজ চেক করতে হতো থার্ড আম্পায়ারকে, নতুন এই পদ্ধতিতে সেটি আর করতে হবে না। এক সঙ্গে ফিল্ডারের পা এবং হাতের অবস্থান পর্যালোচনা করতে পারবেন তিনি। যার ফলে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।
এর আগে যেমন ২০১৯ বিশ্বকাপের ফাইনালে স্টোকসের ব্যাটে লেগে ওভার থ্রুর মাধ্যমে বাই চার হয়েছিল, অবশ্য সে সিদ্ধান্ত নিয়ে ছিল বিস্তর প্রশ্ন। তবে নতুন এই পদ্ধতির মাধ্যমে বাউন্ডারিতে যাওয়া বল এবং ব্যাটারদের ক্রিজে দৌড়ানোর ফুটেজ একসঙ্গেই পর্যালোচনা করতে পারবেন থার্ড আম্পায়ার। যাতে সিদ্ধান্ত হবে আরও নিখুঁত।
এছাড়া স্টাম্পিংয়ের ক্ষেত্রে এবার একই সঙ্গে ক্যামেরায় তিনটি ফুটেজ দেখতে পারবেন আম্পায়ার। বল ব্যাটের খুব কাছ দিয়ে গেলে কেবল আল্ট্রাএজ চেক করা হবে। অন্যথায় সরাসরি স্টাম্পিংয়ে চেক করবেন টিভি আম্পায়ার। এই পদ্ধতিতে একই ফ্রেমে উইকেটের সামনে এবং সাইডের অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন আম্পায়ার।
আইপিএলের প্রতি ম্যাচে হক-আইয়ের ৮টি ক্যামেরা থাকবে। দুটি করে চারটি থাকবে উইকেটের সোজা বাউন্ডারির দুই পাশে। দুটি করে চারটি থাকবে স্কয়ার অব দ্য উইকেটের দুই পাশে। টুর্নামেন্টে নতুন এই নিয়মের সঙ্গে পরিচিত করানোর জন্য মুম্বাইয়ে স্থানীয় ও বিদেশি ১৫ জন আম্পায়ারকে নিয়ে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী কর্মশালার।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে পরিবর্তন হয়ে গেল আরসিবির নাম
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এফএএস