Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh will play against Australia tomorrow
ট্রফি উন্মোচনে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) ওয়ানডেতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজের আগে আজ (বুধবার) ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন শেষে এই সিরিজ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বর্তমানে ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই অনেকটা শক্তিশালী বাংলাদেশের মেয়েরা। গত বছর হোম এবং অ্যাওয়ে কন্ডিশনেও ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছে জ্যোতিরা। এবারও দুই ইউনিটের অবদানেই ভালো করতে চান তারা।

জ্যোতি বলেন, ‘সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে যখন খেলেছি তখন আমাদের ব্যাটিংটা বেশি শক্তিশালি মনে হয়েছে। যখন হোমে ভারত-পাকিস্তানের সাথে খেলেছি তখন বোলিংটা অনেক বেশি শক্তিশালি মনে হয়েছে। তবে দলের জন্য এটা ভালো দিক। এখন গুরুত্বপূর্ণ কালকের দিনটা কে কিভাবে কোন ইউনিট সবথেকে বেশি দলের জন্য কনট্রিবিউট করতে পারে।’

ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশ খুব একটা বাড়তি সুবিধা পাবেনা বলে মনে করেন জ্যোতি, ‘আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। তারা এখানে কখনো খেলেনাই। তবে সম্প্রতি তাদের অনেকগুলো প্লেয়ার আইপিএল খেলে আসছে। আর বাংলাদেশ এবং ভারতের উইকেটে অনেক মিল রয়েছে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’

তবে বাংলাদেশের কন্ডিশন অনেক চ্যালেঞ্জিং মনে করছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক এলিসা হিলি, ‘এধরনের কন্ডিশনে এসে এমন দলের সাথে খেলবো যারা এই কন্ডিশন সবসময় খেলে অভ্যস্ত। তাই এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।’

বাংলাদেশ অনেক শক্তভাবে লড়াই করে এতদূর এসেছে এবং বড় বড় দলগুলোর সাথেও ভালো খেলছে। তাই বাংলাদেশকে হুমকি হিসেবে দেখছেন হিলি, ‘আমি মনে করি নারী চ্যাম্পিয়নশিপের অন্যান্য দলগুলোর জন্য বাংলাদেশ বড় হুমকি। তারা এতদূর আসতে অনেক কঠিন লড়াই করেছে। এখন বড় বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে তারা। এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো।’

আগামীকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন: মুশফিকের বদলি হিসেবে টেস্টে ডাক পেলেন তাওহীদ হৃদয় 

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট