চলতি বছরের শুরুতেই বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই স্প্যানিশ জায়ান্টদের ডাগ আউটে পরবর্তী দায়িত্বে কে আসছেন এই নিয়ে জল্পনা শুরু হয়। আর্সেনাল বস মিকেল আর্তেতা, বার্সার সাবেক ও বর্তমান ম্যান সিটির ম্যানেজার পেপ গার্দিওলা এবং মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়ে রাখা ইউর্গেন ক্লপকে জাভির স্থলাভিষিক্ত হিসেবে ধারণা করা হচ্ছে।
তবে বার্সার পর্তুগীজ স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে এমন সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। কাতালান জায়ান্টদের পরবর্তী কোচের ব্যাপারে সংবাদমাধ্যমকে ডেকো জানান, ‘গার্দিওলা, ক্লপ এবং আর্তেতা তারা প্রত্যেকেই ম্যানেজার হিসেবে দুর্দান্ত। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, তারা এখন অন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে আছে। তাদের সঙ্গে আমাদের এখনো কোনো কথা হয়নি। তাই তাদের বিষয়ে কথা বলাটাও ভিত্তিহীন। আমরা কোন ম্যানেজারের সঙ্গেই কথা বলিনি।’
এর আগে জানা গিয়েছিল, আগামী গ্রীষ্মকালীন মৌসুমে আর্তেতাকে নিজেদের ডেরায় ভেড়াতে মার্চ মাসে এই স্প্যানিয়ার্ডের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। এছাড়া ব্রাইটনের ইতালিয়ান ম্যানেজার রবার্তো ডি জারবিকেও বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এই ইতালিয়ানের প্রতি বার্সার আগ্রহ বর্তমানে কিছুটা কমেছে। সাবেক বায়ার্ন ও জার্মানি জাতীয় দলের কোচ হ্যান্সি ফ্লিকও কাতালানদের পছন্দের তালিকায় রয়েছেন। কেননা ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এই জার্মানের ভীষণ ভক্ত হিসেবে জানা গেছে।
বার্সেলোনার ডাগ আউটে জাভি পরবর্তী উত্তরসূরী এখনো পাওয়া না গেলেও চ্যাম্পিয়নস লিগে এখনো ব্লাউগ্রানাদের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। আগামী মাসে ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা।
আরও পড়ুন: আবারও ইনজুরিতে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এমএস/এজে