আগামীকাল পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ তম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ম্যাচের একদিন আগে আজ (বৃহস্পতিবার) নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে চেন্নাই।
চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে এবারের আসরে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। আজ (২১ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্জাইজিটি।
ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে, ২০২৪ আইপিএলের আগে চেন্নাইয়ের নেতৃত্ব রুতুরাজ গায়কোয়াড়ের কাছে হস্তান্তর করেছেন এমএস ধোনি। ২০১৯ সাল থেকে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য রুতুরাজ। এই সময়ে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশায় চেন্নাই।
তবে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মতে, এমন চমকপ্রদ সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজিটি নেয়নি। বরং ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ ব্যাপারে কিছু জানায়নি ফ্রাঞ্চাইজিটি।
২০০৮ সাল থেকে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। যদিও মাঝে ২০১৭ সালে ফ্রাঞ্চাইজিটি নিষিদ্ধ থাকায় রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া ২০২২ আসরে ধোনির পরিবর্তে নেতৃত্ব তুলে দেওয়া হয় রবিন্দ্র জাদেজার হাতে। তবে কয়েক ম্যাচ পরই আবার দায়িত্ব পান ধোনি।
ধোনির নেতৃত্বে এ পর্যন্ত ২৩৫টি ম্যাচ খেলেছে চেন্নাই। আর তার নেতৃত্বেই পাঁচটি শিরোপা ঘরে তুলেছে ফ্রাঞ্চাইজিটি।
আরও পড়ুন: আইপিএল ২০২৪ আগামীকাল শুরু, প্রথম দিনই মুখোমুখি ধোনি-কোহলি
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এমটি