Connect with us
ক্রিকেট

যেসব নতুন নিয়মে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল

IPL 2024
আইপিএল শিরোপার সঙ্গে দলগুলোর অধিনায়ক। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ দলের এই টুর্নামেন্টে এবারও কয়েকটি নতুন নিয়ম যুক্ত হচ্ছে।

আইপিএলের গত আসরে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি চালু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই নিয়ম অনুয়ায়ী দলগুলো একজন বদলি ক্রিকেটারকে ম্যাচে ব্যবহার করতে পারবেন। তবে এবারের আসরে আরো চারটি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। যেখানে সবচেয়ে বেশি আলোচনায় স্মার্ট রিপ্লে সিস্টেম (এসআরএস)। যা মূলত ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) চেয়ে অনেকটা উন্নত এবং দ্রুত কার্যকর।

তবে এসব নিয়মের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম শ্রেণি এবং আন্তর্জাতিক ক্রিকেটের নিয়য়ের কোনো মিল নেই।

একনজরে চারটি নিয়ম:

স্মার্ট রিপ্লে সিস্টেম 

রিভিউর ফলাফল দ্রুত পাওয়ার জন্য স্মার্ট রিপ্লে সিস্টেম (এসআরএস) চালু করা হচ্ছে। এক্ষেত্রে ‘হক আই’ প্রযুক্তি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য তৃতীয় আম্পায়ারের পাশেই দু’জন বিশেষজ্ঞ থাকবেন। এর ফলে রিভিউ দ্রুত দেখা যাবে। তাছাড়া মাঠের চারপাশে আরও বেশি ক্যামেরা লাগানো থাকবে, যাতে বিভিন্ন অ্যাঙ্গল থেকে রিভিউ দেখা যায়।

এক ওভারে দুই বাউন্সার

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুয়ায়ী সাদা বলের ফরম্যাটে বোলাররা এক ওভারে একটিই বাউন্সার দিতে পারেন। তবে এবারের আইপিএল থেকে এক ওভারে দু’টি বাউন্সার দিতে পারবেন বোলাররা।

স্টপ ক্লক নিয়ম

stop clock in cricket

স্টপ ক্লক নিয়ম। ছবি সংগৃহীত

স্টপ ক্লক নিয়ম অনুয়ায়ী একটি ওভার শেষে বোলিং দল পরের ওভার শুরু করতে ৬০ সেকেন্ডের বেশি সময় নিয়ে পারবে না। কিন্তু আইপিএলে এবারে আসরে বোলাররা তাদের ইচ্ছেমতো সময় নিয়ে পরের ওভারে শুরু করতে পারবেন।

আলাদা আলাদা রিভিউ

আইসিসির নতুন নিয়ম অনুয়ায়ী স্টাম্পিং এবং কট বিহাইন্ড উইকেটের জন্য আলাদা আলাদা রিভিউ নিতে হবে। একটি রিভিউ নিয়ে দুইটা দেখা যাবে না। তবে আইপিএলে এই আইপিএলে একটি রিভিউ নিয়েই দুটি চেক করা যাবে।

আরও পড়ুন: ম্যাচ প্রিভিউ: চেন্নাই-বেঙ্গালুরু কে এগিয়ে? মুস্তাফিজ কি খেলবে? 

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট