দুই ম্যাচের টেস্ট সিরিজে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিস্নাত সকালে এমন সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা প্রমাণ করতে বেশি সময় প্রয়োজন হয়নি টাইগার বোলারদের।
এদিন শ্রীলঙ্কার জন্য চমক হয়ে মাঠে এসেছিলেন অভিষিক্ত নাহিদ রানা। তবে বল হাতে যেন সব আলো কেড়ে নিলেন খালেদ আহমেদ। একে একে তিনি তুলে নিলেন লঙ্কানদের প্রথম তিন উইকেট। এছাড়া একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। আর একটি হয়েছে রান আউট।
এতে করে দিনের শুরুর দেড় ঘণ্টায় ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে লঙ্কানরা। ইনিংস মেরামতের দায়িত্বে এখন ক্রিজে আছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৫ রান। ধনঞ্জয়া অপরাজিত রয়েছেন ২৪ বলে ২৫ রান করে এবং কামিন্দু মেন্ডিস টিকে আছেন ১৯ বলে ১১ রানে।
এর আগে ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন খালেদ আহমেদ। লঙ্কান ওপেনার নিশান মাদুশঙ্কা স্লিপে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ২ রান করে। এরপর ম্যাচে হাল ধরার চেষ্টা করেন দিমুথ করুনারত্নে ও কুসল মেন্ডিস। তবে তারাও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৭ রানের জুটি শেষে দুজনই আউট হয়েছেন খালেদ আহমেদের বলে।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে চাপে রাজস্থান, সরে গেলেন অ্যাডাম জাম্পা
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস