Connect with us
ক্রিকেট

বাংলাদেশি পেসারদের প্রশংসায় কামিন্দু মেন্ডিস

কামিন্দু মেন্ডিস। ছবি- বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

সিলেট টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা। এর আগে গতকাল টাইগার বোলারদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। অভিষিক্ত নাহিদ রানা তুলেছিলেন গতির ঝড়। শুরুতে নজর করেছেন আরেক পেসার খালেদ আহমেদ। ধনঞ্জয়া-কামিন্দু মেন্ডিসের দ্বিশতকের জুটি বাদ দিল গোটা দিনের খেলা ছিল পেসারদের দখলে।

দিনশেষে লঙ্কানদের হয়ে সংবাদ সম্মেলনে আসা কামিন্দু মেন্ডিস প্রশংসা করেছেন টাইগার পেসারদের। তিনি বলেন, ‘তাদের পেসাররা বেশ ভালো বোলিং করেছে, ভালো জায়গায় বোলিং করেছে। উইকেটও তাদের সাহায্য করেছে, সাথে কন্ডিশনও। আমাদের লক্ষ্য ছিল উইকেটে সেট হওয়া এরপর ইনিংস লম্বা করা। আমরা সেট হয়ে পরে তা চালিয়ে যেতে পেরেছি।’

গতকাল দিনের শুরুতে লঙ্কান ব্যাটিং টপ অর্ডার গুড়িয়ে দেন খালেদ আহমেদ। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার শতকে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মেন্ডিস বলেন, ‘তারা অনেক শর্ট বল করছিল। বাউন্ডারিও অত বড় ছিল না। ফলে চার-ছয় মারার সুযোগ ছিল। তাদের পেসাররা ভালো বল করেছে। তবে মাঝেমধ্যে কিছু বাজে বলও হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম ইতিবাচক থাকতে এবং সেগুলো কাজে লাগাতে।’

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে শতকের দেখা পেয়ে আনন্দিত তিনি, ‘আমি দারুণ খুশি। এটি আমার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আমি জানি এখানে টেস্ট দলে সুযোগ পাওয়াটা বেশ কঠিন। কারণ আমাদের দলটা বেশ সেটেলড। গত কয়েক বছরে আমি অনেক পরিশ্রম করেছি এখানে আসার জন্য। আমাদের জুটিটা জরুরি ছিল এত রান তোলার জন্য। তবে আমি মনে করি আরও কিছুক্ষণ ব্যাট করতে পারলে ইনিংস আরও বড় করতে পারতাম।’

এদিকে প্রথম দিনের খেলায় পেসারদের দাপটই বেশি চোখে পড়েছে। প্রথম দিন শেষে ১০ উইকেট নিয়েছে পেসাররা। কামিন্দু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভার শতকে ভর করে ২৮০ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশও পড়েছে চাপে। ৩২ রান করতেই হারিয়েছে ৩ উইকেট। আজ সকাল দশটায় ফের দ্বিতীয় দিনের খেলার মাঠে নামবে দুদল।

আরও পড়ুন: জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করল মুস্তাফিজদের চেন্নাই

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট