চলতি মাসে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন এ ক্লাবে অভিষেক ম্যাচের আগেই রোনালদো মাঠে নামছেন লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে গড়া ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে। পিএসজির মুখোমুখি রিয়াদ অলস্টার একাদশের নেতৃত্ব দেবেন রোনালদো।
২০২০ সালের ডিসেম্বরের পর ফের মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। তাই এ ম্যাচ ঘিরে উত্তেজনা বিরাজ করছে দুই তারকার সমর্থকদের মাঝে।
এদিকে এ লড়াই হবে মরুর দেশ সৌদি আরবে। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে সৌদি আরবের সেরা দুই ক্লাব আল হেলাল ও আল নাসের সমন্বয়ে গড়া রিয়াদ অলস্টার একাদশ মুখোমুখি হচ্ছে।
অপরদিকে তারকায় ভরপুর এ ম্যাচটি দেখতে ফুটবল বিশ্বের প্রতিটি ভক্ত অপেক্ষা করছেন। এই ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টস টিভি চ্যানেলে। এছাড়া পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট; ফেসবুক ও ইউটিউবে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। আমেরিকার ফুবো টিভিও লাইভ স্ট্রিম করবে এ ম্যাচ।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন টেনিসের ‘ব্যাডবয়’ নিক কিরগিওস
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৩/এসএ