Connect with us
ক্রিকেট

সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডের চিত্র। ছবি- বিসিপি

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারীদের কাছে ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম টাইগ্রেসরা। তাই সিরিজে সমতা ফেরাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে।

দ্বিতীয় ওয়ানডেতে আজ রোববার (২৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেওয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস স্পিনার ফাহিমা খাতুন। ফিল্ডিংয়ের ভুল ত্রুটি নিয়ে তিনি বলেন, ‘ফিল্ডিং গ্রুপ গত কয়েক মাস অনেক কষ্ট করেছি। হয়তো মিস হয়ে গেছে হঠাৎ করে। নইলে অস্ট্রেলিয়ার মতো দলকে ১৫০ রানের নিচে রাখতে পারতাম।’

তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামার কথাও জানান তিনি, ‘কালকের (আজ) ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি (ভালো) ফিল্ডিং করে ওদেরকে যত কম রানের মধ্যে আটকে রাখা যায়। আর আগে ব্যাটিং করলে অবশ্যই হেলদি টার্গেট দেওয়ার চেষ্টা করব।’

এদিকে দ্বিতীয় ম্যাচ জিতে আজ এই সিরিজ নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন অজি ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড, ‘সিরিজ জেতাই লক্ষ্য আসলে (হাসি)। আমরা প্রথম ম্যাচটা বেশ ভালোভাবে নীরিক্ষা করেছি। কিছু জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমাদের উন্নতি করতে হবে। তবে হ্যাঁ এটাই (সিরিজ জেতা) লক্ষ্য আসলে।’

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের মুখোমুখি হবে নিগার সুলতানারা। ৩১ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ মাঠে ঘোরাবে ২ ও ৪ মার্চ।

আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ শান্ত-লিটনরা, মুশফিককে মিস করছেন কোচ

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট