এবার চার নারী আম্পায়ার ও একজন ম্যাচ রেফারী বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) আম্পায়ারিং প্যানেলে যুক্ত হয়েছেন এই পাঁচ বাংলাদেশি। দেশের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই চার নারী আম্পায়ার হলেন – সাথিরা জাকির জেসি, চম্পা চাকমা, ডলি রানী ও রোকেয়া সুলতানা। আর একমাত্র ম্যাচ রেফারী হিসেবে সুপ্রিয়া রানী যুক্ত হয়েছেন।
নারীদের এই সাফল্যে ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে জানান, ‘শেষ দুই বছরে ভালো করার ফলস্বরূপ তারা আইসিসির নজর কাঁড়তে পেরেছে। এটা আমাদের জন্য অন্যতম বড় অর্জন। ক্রিকেটার হওয়া ছাড়াও মেয়েরা এটাকেও ক্যারিয়ার হিসেবে দেখতে পারবে। আর এক্ষেত্রে আমাদের পুরো সমর্থন রয়েছে। আমরা চাই মেয়েদের আরও উদ্বুদ্ধ করতে।’
সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্ছাসের সাথে প্রকাশ করেছেন সাথিরা জাকির জেসি। নিজের ফেসবুক একাউন্টের স্ট্যাটাসে জেসি লেখেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি যে, আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হতে পেরেছি। এজন্য বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাই, ওমর রতন ভাই, অভি ভাই, বুলবুল ভাই, তৌহিদ ভাই ও মুন্না ভাইসহ সবাইকে ধন্যবাদ। যারা আমার চলার পথকে সহজ করেছেন। এমন আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়।’
পাশাপাশি তার দৃষ্টি যে আরো দূরে তা উল্লেখ করে জেসি সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ শেষে ভারত সফরে যাবে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমএস/এমটি