চার মাস আগে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের মাঝে শোরগোল ফেলে দিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে পিএসএলে চোখ ধাঁধানো পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তনের উপযোগিতা বাড়িয়ে তোলেন ইমাদ। তাই সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করে আবারও জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরার ঘোষণা দিয়েছেন এই পাক তারকা।
ইমাদ সবচেয়ে বেশি আলোড়ন তোলেন পিএসএলের ফাইনালসহ শেষ তিন ম্যাচে ম্যাচসেরা হয়ে। তাছাড়া পিএসএলের মাঝে তিনি নিজেও জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই টুর্নামেন্টের শেষে পিসিবিও এই অলরাউন্ডারকে দলে ফেরাতে তোড়জোড় শুরু করে। পিসিবি এতে সফলও হয়েছে।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক টুইট বার্তায় ইমাদ লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পিসিবির সাথে আলোচনার পর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আমি আবার পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন বিশ্বকাপ খেলতে আমি প্রস্তুত। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। পাকিস্তানের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করবো।’
তবে এ বিষয়ে ইএসপিএন ক্রিকইনফোর দাবি, ইমাদ ম্যান ইন গ্রিনদের হয়ে শুধু বিশ্বকাপ খেলতেই তার অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপ শেষে পুরোপুরি অবসরে যেতে চান পাকিস্তানের হয়ে ১২১ টি ওয়ানডে ও ৬৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইমাদ। তাই পিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও থাকতে চান না এই স্পিনিং অলরাউন্ডার।
পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম সবশেষ এক দিনের ক্রিকেটে দলে ছিলেন বেশ কয়েক বছর আগে। তবে ২০ ওভারের ক্রিকেট খেলেছেন বছর খানেক আগেই। টি-টোয়েন্টির সাবেক এক নম্বর বোলার শেষ দলে ছিলেন গত বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ১ জুন থেকে শুরু হবে।
আরও পড়ুন: আইসিসির আম্পায়ারিং প্যানেলে যুক্ত হলেন ৫ বাংলাদেশি নারী
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমএস/এমটি