Connect with us
ক্রিকেট

চারশ’র বেশি রানের ম্যাচে হায়দরাবাদকে শেষ বলে হারাল কলকাতা

IPL 2024_KKR vs SRH
৪ রানে জয় পেয়েছে কলকাতা। ছবি- সংগৃহীত

আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চারশ’র বেশি রানের এই থ্রিলার ম্যাচে হায়দরাবাদকে শেষ বলে হারিয়েছে কলকাতা।

শনিবার (২৩ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ২০ ওভার খেলে ৭ উইকেটে ২০৪ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ।

এদিন ব্যাট করতে নেমে শুরুটা বিধ্বংসী মেজাজে করেন ওপেনার ফিল সল্ট। তবে দ্বিতীয় ওভারে সুনীল নারাইন রান আউট হয়ে ফিরে গেলে বাধে বিপত্তি। ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে কলকাতা। একসময় ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় শ্রেয়াস আইয়ারের দল।

এরপর ব্যাটিংয়ের হাল ধরেন ফিল সল্ট রমনদীপ সিং। দুজনের ৫৪ রানের জুটিতে বিপত্তি সামাল দেয় দলটি। রমনদীপ ৩৫ রান করে ফিরে গেলে, কিছুক্ষণ পরেই ফিরে যান ওপেনার সল্ট। আউট হওয়ার আগে ৫৪ রান করেন এই ব্যাটার।

এরপর আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে কলকাতা। ইনিংসের ১৪ তম ওভারে ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে বসা দলটি ২০০ পেরিয়ে যায় আন্দ্রে রাসেল ও রিংকু সিংয়ের জুটিতে। দুজন মিলে ৩৩ বলে ৮১ রানের জুটি গড়েন। শেষদিকে রিংকু ২৩ রান করে আউট হয়ে গেলেও ২৫ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন রাসেল।

২০৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণভাবে করে হায়দরাবাদ। ১০.২ ওভারেই দলীয় শতরানে পৌঁছে যায় দলটি। কিন্তু পরবর্তীতে দ্রুত কয়েকটি উইকেটে হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় অরেঞ্জ আর্মিরা।

এরপর ম্যাচের হাল ধরেন হেইনরিক ক্লাসেন। তাকে সঙ্গ দেন আবদুল সামাদ ও শাহবাজ আহমদে। ইনিংসের ১৮ ও ১৯ তম ওভারে যথাক্রমে ২১ ও ২৬ রান নিয়ে হায়দরাবাদকে চালকের আসনে ফেরান এই দুই ব্যাটার। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান।

প্রথম বলেই ৬ হাকান ক্লাসেন। ৫ বলে প্রয়োজন ৭ রান। পরবর্তী ৪ বলে শাহবাজ ও ক্লাসেন আউট হয়ে গেলে শেষ পর্যন্ত ৪ রানে হেরে যায় দলটি। দলের হয়ে ২৯ বলে ৬৩ রান করেন ক্লাসেন।

কলকাতার হয়ে ব্যাট হাতে ৬৪ রানের পর ব হাতেও দুইটি উইকেট শিকার করেছেন আন্দ্রে রাসেল।

আরও পড়ুন:  দিল্লিকে ৪ উইকেটে হারাল শিখর ধাওয়ানের পাঞ্জাব 

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট