আন্তর্জাতিক ফুটবলে খুব একটা ভালো সময় কাটছিল না ব্রাজিল ফুটবল দলের। গেল বছর খেলা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও তেমন সুবিধা করতে পারেনি সেলেসাওরা। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে পেরুকে হারিয়েছিল ব্রাজিল। টানা ৪ ম্যাচে জয় বঞ্চিত থাকার পর অবশেষে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের দেখা পেল দরিভাল জুনিয়রের শিষ্যরা।
গেল রাতে ইংল্যান্ডের ঘরের মাঠে ওয়েমবলি স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে পরাজিত করে ব্রাজিল। শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণে চলতে থাকা ম্যাচের শেষ দিকে বদলি নামা ফুটবলার এন্ডরিকের গোলে ম্যাচে জয় নিশ্চিত করে সেলেসাওরা। ১৭ বছর বয়সি এই ফুটবলারের প্রথম আন্তর্জাতিক গোল এটি।
ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণে জমে ওঠে ম্যাচ। মাত্র ১০ মিনিটে রদ্রিগোর নেয়া দারুন এক শট রুখে দেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। ভিনিসিয়ুস জুনিয়রও একাধিকবার বলে সুযোগ পেয়েও পাননি সফলতা। ৩৫ মিনিটে পাকুয়েতার শট গোল পোস্টে আঘাত না করলে গোল পেতে পারত ব্রাজিল।
প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুদল। দ্বিতীয় আর্ধের শুরুতে গোলের একাধিক সুযোগ তৈরি করে স্বাগতিক ইংল্যান্ড। তবে ব্রাজিলের কঠিন রক্ষণ ও গোলরক্ষককে ফাঁকি দিতে ব্যর্থ হয় তারা। ভাগ্য ফেরাতে ম্যাচের ৭১ মিনিটে পাকুয়েতা ও রদ্রিগোর বদলে মাঠে নামেন আন্দ্রেস পেরেইরা ও এন্ডরিক।
বদলি হিসেবে নেমেই দলকে এগিয়ে দেন এন্ডরিক। সতীর্থের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র। তার নেয়া শট গোলরক্ষক রুখে দিলেও ফিরতি বল পেয়ে যান এন্ডরিক। নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান বল। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়েও ম্যাচে আর কোন গোল দিতে ব্যর্থ হয় ইংলিশরা।
ম্যাচের যোগ করার সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল এন্ডরিক। তবে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে গোল করতে ব্যর্থ হন তিনি। এতে করে ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী ব্রাজিল। দীর্ঘ ১৫ বছর পর ইংল্যান্ডকে হারানোর স্বাদ পেল সেলেসাওরা।
আরও পড়ুন: সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামবে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এফএএস