Connect with us
ক্রিকেট

প্রিভিউ ম্যাচ—৫ : এগিয়ে কে, হার্দিকের মুম্বাই নাকি গিলের গুজরাট?

Gujarat Titans vs Mumbai Indians
গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। ছবি- সংগৃহীত

আইপিএল অঙ্গনে স্বপ্নের মতো অভিষেক হয় গুজরাট টাইটান্সের। ২০২২ সালে অভিষেক আসরে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি৷ পরের আসরে অবশ্য চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে গুজরাট৷ গুজরাটের এমন ঈর্ষণীয় সাফল্যের মূল কারিগর ছিলেন হার্দিক পান্ডিয়া৷ তার নেতৃত্বেগুণে রাতারাতি সাফল্যের ছোঁয়া পায় দলটি৷ তবে এবারের আসরে সেই হার্দিক পান্ডিয়াকে ছাড়াই খেলতে নামবে গুজরাট টাইটান্স৷ এবার দলের নেতৃত্ব দেবেন শুভমান গিল৷

অন্যদিকে হার্দিক পান্ডিয়া যোগ দিয়েছেন তার সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সে৷ সেখানেও পেয়েছেন নেতৃত্বভার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্বে অভিষেক হচ্ছে হার্দিক পান্ডিয়ার৷ রোববার (২৪ মার্চ) গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মৌদি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে লড়বে গুজরাট টাইটান্স৷

মুম্বাই-গুজরাট: শক্তিমত্তার হালচাল

গুজরাট টাইটান্সের সময়টা বেশ ভালো কাটলেও, মুম্বাই ইন্ডিয়ান্সের সময়টা মোটেও ভালো যাচ্ছে না৷ ২০২০ আইপিএলের পর এখনো শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি দলটি৷ ফলে চলতি আসরে নতুন করে শুরু করতে অধিনায়কত্বে বদল এনেছে মুম্বাই৷ নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া৷ হার্দিকের ছোঁয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স বদলে যাবে কিনা, তা বলে দিবে তাদের মাঠের পারফরম্যান্স।

তবে ইঞ্জুরিতে বর্তমানে জরাজীর্ণ মুম্বাইয়ের স্কোয়াড৷ পায়ের গোড়ালির অপারেশনের জন্য দলে নেই দলটির তারকা ব্যাটার সূর্য কুমার যাদব। বোলিংয়েও মুম্বাইয়ের একই দশা৷ ইঞ্জুরির কারণে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন দলটির লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা ও অজি পেসার জেসন বেহরেনডর্ফ। ফলে বোলিংয়ে তাদের ভরসা এখন লুক উড ও আফ্রিকাণ তরুণ পেসার কোয়ানা মাফাকা। তাদের যেকোনো একজনকে আজ জাসপ্রিত বুমরাহের সাথে জুটি বাঁধতে দেখা যাবে৷

মুম্বাইয়ের মতো ইঞ্জুরিতে রয়েছে গুজরাটও৷ চোটের কারণে দলটির নিয়মিত পেসার মোহাম্মদ শামিকে পাচ্ছে না গুজরাট৷ ফলে বোলিংয়ে কিছুটা খর্ব শক্তি নিয়েই খেলতে হবে তাদের৷ শামির অনুপস্থিতিতে গুজরাট টাইটান্সের বোলিংয়ে দেখা যেতে পারে উমেশ যাদবকে।

আইপিএলে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াইয়ে সমানে সমান দুই দল৷ আইপিএল এখন পর্যন্ত চার বার মুখোমুখি লড়াইয়ে দুটি করে জয় রয়েছে গুজরাট ও মুম্বাইয়ের৷

যেমন হতে পারে প্লেইং ইলেভেন :

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ইষাণ কিষাণ, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, রোমারিও শেপার্ড/ মোহাম্মদ নাবী, পিয়ুশ চাওলা, জাসপ্রিত বুমরাহ, লুক উড, কুমার কার্তিকেয়া।

গুজরাট টাইটান্স: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তিওতিয়া, রাশিদ খান, উমেশ যাদব, স্পেন্সার জনসন, মোহিত শর্মা৷

আরও পড়ুন: অবসর থেকে ফিরলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট