Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ প্রস্তুতি ভালো হলো না জ্যোতিদের

bangladesh vs australia women
নিজেদের ঝালাই করে নিতে টাইগ্রেসদের মুখোমুখি হয়েছে টিম অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ—২০২৪। বিশ্ব আসরটি সামনে রেখে বাংলাদেশের আবহাওয়ায় নিজেদের ঝালাই করে নিতে টাইগ্রেসদের মুখোমুখি হয়েছে টিম অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি অজি নারীরা নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির এক পাঠ সেরে নিলেও হোচট খেয়েছে বাঘিনীরা। র‍্যাংকিংয়ে এক নম্বর দলের সামনে বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়নি জ্যোতিদের।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এদিন ৬ উইকেট ও ১৫৭ রান হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১১৮ রানের বিশাল ব্যবধানে হারায় অজি নারীরা।

এদিন শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও ব্যাট হাতে শুরু থেকেই ধ্বসের শিকার হয় বাংলাদেশের টপ অর্ডার। প্রথম চার জনের কেউই দুই অঙ্কের রানও স্পর্শ না করে সাজ ঘরে ফেরেন। মাত্র তিনজন টাইগ্রেস ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন।

এর মধ্যে নাহিদা আক্তারের ব্যাট থেকে ২২ রান, ফাহিমা খাতুনের ব্যাট থেকে ১১ ও রিতু মনির ব্যাট থেকে ১০ রান এসেছে। স্বাগতিকদের করা দলীয় ৯৭ রানের মধ্যে ২০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ৪৪.১ ওভারে।

Bangladesh Women vs Australia Women 1st ODI

ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অজি নারীরা। ছবি- সংগৃহীত

ছেট লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরাও শুরুর দিকে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে খেই হারিয়ে বসে। অ্যালিসা হিলি ১৫ রানে, লিচফিল্ড ৫ রানে ও বেথ মুনি ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে লক্ষ্য ছোট হওয়ায় অস্ট্রেলিয়ার মেয়েদের বাকি পথ টুকু পাড়ি দিতে তেমন বেগ পেতে হয়নি। পরে আর ১ উইকেট হারিয়েই ৯৮ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি জিতে নেয় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার তারকা নারী ক্রিকেটার এলিসি পেরির অপরাজিত ৩৫ রান ও অ্যাশলে গার্ডনারের অপরাজিত ২০ রানের সুবাদে হেসেখেলেই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিও হবে মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে। আগামী ২৭ মার্চ সকাল সাড়ে ৯ টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে একই মাঠে টি-টোয়েন্টি সিরিজও খেলবে অজিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩১ মার্চ।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ নারী দল : ৯৭/১০ (৪৪.১)
অস্ট্রেলিয়া নারী দল : ৯৮/৪ (২৩.৫)
ফলাফল : অস্ট্রেলিয়া নারী দল ৬ উইকেটে জয়ী।

আরও পড়ুন: চারশ’র বেশি রানের ম্যাচে হায়দরাবাদকে শেষ বলে হারাল কলকাতা

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট