Connect with us
ফুটবল

চাপমুক্ত থেকেই ইউরোতে খেলতে যাবেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

চলতি বছরের জুনে শুরু হবে উইরো ২০২৪ এর আসর। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে নির্ভর হয়ে মাঠে নামবেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। গত শনিবার জার্মানির কাছে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারের পরও নিজের চাপমুক্ত থাকার কথা জানিয়েছেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার।

মূলত চলতে মৌসুম শেষে পিএসজি ছাড়বেন এমবাপ্পে এমনটাই ঘোষণা দিয়ে রেখেছেন। এরপর থেকে তাকে দলে ফেরানোর চেষ্টায় রয়েছে রিয়াল মাদ্রিদ। দলবদল বিষয়ে তাকে নিয়ে নানা আলোচনা চলছে ফুটবল মহলে। তবে সেই আচ তেমন একটা পড়েনি প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের শিবিরে।

এমবাপ্পের পরবর্তী গন্তব্য কোথায় কিংবা পিএসসি ছাড়া বা না ছাড়ার বিষয়ে দলের মধ্যে তার সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। এতে করে পিএসজি বিষয়ে বাড়তি চাপে পড়তে হয়নি এই ফরাসি তারাকে। তাই অনেকটা স্বস্তিদায়ক মনোভাব নিয়েই আসন্ন ইউরোতে খেলতে যেতে পারবেন বলে মনে করছেন তিনি।

এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘সতীর্থরা আমার অবস্থা বোঝে। আমি ইউরোতে প্রফুল্ল মন-মানসিকতা নিয়েই খেলতে যেতে পারবো। আমি যথেষ্ঠ শান্ত আছি। এটি নিয়ে (পিএসজিতে ছাড়ার বিষয়ে) ক্লাবে কোনো ধরনের আলোচনা নেই। সেখানে কোনো উদ্দিগ্নতাও নেই। আমি ভালো মন নিয়েই খেলতে যাবো, এটি একটি দারুণ ব্যাপাার।’

পিএসজির অন্যতম সেরা এই তারকা ফুটবলারের ক্লাব ছাড়া নিয়ে দলের মধ্যে আলোচনা না হলেও ফরাসি ফুটবলে হরহামেশাই কথা চলছে এই বিষয়ে। এদিকে চলতি মৌসুম শেষে আরো এক বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সুযোগ থাকলেও সেটি গ্রহণ করেননি কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন: বিশ্বকাপ প্রস্তুতি ভালো হলো না জ্যোতিদের

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল