Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- গুগল

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স পর্ব শুরু হচ্ছে রবিবার। শনিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায় শুরু হবে এ ম্যাচ। এই রাউন্ডে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে।

এদিকে প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। নতুন আসরে কিছু অভিনব পদ্ধতি চালু করেছে আইসিসি। সুপার সিক্সে এ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ডি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুদল দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত।

এছাড়া ডি গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ এ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়নরা পরস্পরের মুখোমুখি হচ্ছে না। এ দুই গ্রুপের ছয় দলকে নিয়ে করা হয় ‘গ্রুপ ওয়ান’।

একই পদ্ধতিতে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো পরস্পরের মুখোমুখি হবে। তাদের নিয়ে তৈরি গ্রুপের নাম হলো, ‘গ্রুপ টু’। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল ২৭ জানুয়ারি সেমিতে খেলবে। সুপার সিক্সে যে দলগুলো এসেছে, তাদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো এখানে থাকবে। তাই গ্রুপ ওয়ানে ভারত ও বাংলাদেশের নামের পাশে দুটি জয় আছে। তবে দুই জয়ে সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকার কারণে শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট করে নিয়ে এসেছে।

এছাড়া গ্রুপ টুতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে। পাকিস্তান ও উইন্ডিজ ২ পয়েন্ট করে নিয়ে এসেছে।

আরও পড়ুন: আরব্য রজনীতে মেসি–রোনালদোদের ৯ গোলের রোমাঞ্চকর রূপকথা

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট