সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই রোমাঞ্চকর এক লড়াই। আবারও দুই দলের লড়াই দেখার সুযোগ পেল ক্রিকেটমোদীরা, তবে সেটা নারীদের এশিয়া কাপে। এশিয়ার দল দু’টি একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। শ্রীলঙ্কার ডাম্বুলায় এবারের আসরটি বসতে যাচ্ছে। আজ (মঙ্গলবার) আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
গত আসরে সাতটি দল নিয়ে টুর্নামেন্টটি হলেও এবারের এশিয়া কাপ হবে আট দল নিয়ে। মূলত এশিয়ায় নারীদের ক্রিকেট সম্প্রসারণ ও নারীদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করতেই দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এসিসির সভাপতি জয় শাহ। নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে নারী এশিয়া কাপে এবার আম্পায়ারিংয়েও নারী আম্পয়ারাদের রাখা হচ্ছে।
আসরটি আগামী ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ২৮ জুলাই। আটটি দলকে মোট দুইটি গ্রুপে ভাগ করে হবে নারী এশিয়া কাপ। যেখানে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে বাকি দুই দল হলো সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রতিদিন দুইটি করে অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ রয়েছে মোট তিনটি। আসরের দ্বিতীয় দিন ২০ জুলাই টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মাঝে একদিন বিরতির পর (২২ জুলাই) নিগার সুলতানা জ্যোতিদের লড়াই থাইল্যান্ডের বিরুদ্ধে। টাইগ্রেসদের শেষ ও তৃতীয় ম্যাচটিও গ্রুপ পর্বের শেষ দিনে (২৪ জুলাই), এদিন তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি:
তারিখ | ম্যাচ |
২০ জুলাই | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা |
২২ জুলাই | বাংলাদেশ বনাম থাইল্যান্ড |
২৪ জুলাই | বাংলাদেশ বনাম মালয়েশিয়া |
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমন সুখবর পেলেন নাহিদা
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমএস/এমটি