শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে না থাকা তাওহীদ হৃদয় বাদ পড়েছেন আগামী টেস্টের দল থেকেও। এদিকে জাতীয় দলে ব্যস্ততা না থাকায় ঢাকা প্রিমিয়ার লিগে আজ হৃদয় মাঠে নেমেছেন আবাহনীর জার্সিতে। আর মাঠে নেমে ডিপিএলের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই হাকিয়েছেন ঝড়ো শতক।
আজ বুধবার (২৭ মার্চ) ডিপিএলে রুপগঞ্জ টাইগারের বিপক্ষে মাঠে নামে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করতে নেমে ৯৩ রানে আবাহনীর তৃতীয় উইকেটের পতন ঘটলে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। এদিন মাত্র ৭৪ বল খেলে তিনি করেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি।
এদিন শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে ৮৪ বলে খেলেন ১২৫ রানের একটি দুর্দান্ত ইনিংস। ৯ চার ও ৫ ছক্কায় হৃদয় সাজিয়েছেন নিজের ইনিংস। তাওহীদ হৃদয়ের শতক এবং জাকের আলীর ৭৮ রানে ভর করে রুপগঞ্জ টাইগারকে ৩২১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী লিমিটেড।
এর আগে চলতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে ছিলেন তাওহীদ হৃদয়। প্রথম বারের মতো টেস্ট দলে ডাক পেয়েও অবশ্য সেই ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এদিকে ছুটি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে সাকিব আল হাসান ফেরায় টেস্টের স্কোয়াড থেকে নাম কাটা গেছে হৃদয়ের।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও টানা তিন গোল দিয়ে জিতলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এফএএস