Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ-ধোনি রসায়ন যেন জমে ক্ষীর!

Mustafiz-Dhoni's chemistry
চেন্নাইয়ে মুস্তাফিজ-ধোনির রসায়ন জমে উঠেছে। ছবি- সংগৃহীত

গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নাম লিখিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সে দলের মেন্টর হিসেবে সৌরভ গাঙ্গুলি থাকায় এবং টাইগার পেসারকে তারা যেভাবে বরণ করে নিয়েছিল তা দেখে ধারণা করা হচ্ছিল একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবেই তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সেবারের চিত্র ছিল ঠিক উল্টো!

একাদশে ঠিক মত সুযোগ না দেওয়া প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, মুস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতির কারণে প্রতি ম্যাচে অতিরিক্ত রান দিয়ে ফেলছে। কখনো দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার মারছে, আবার ক্যাচ মিস বা এক রানের জায়গায় দুই রান নিয়ে নিতে পারছে। ফিল্ডিং ডিরেকশনের সঠিক ব্যবহার করতে না পারার কারণেই এমনটা হচ্ছে বলে সেবার জানিয়েছিলেন সৌরভ।

তবে চেন্নাই সুপার কিংসের হয়ে এ যেন ভিন্ন এক কাটার মাস্টারকে দেখছে ক্রিকেট বিশ্ব। চেন্নাইর অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও মুস্তাফিজের রসায়ন যেন জমে ক্ষীর, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। উইকেটের পেছনে ধোনির মত অভিজ্ঞতার রসদে ভরা একজনের সংস্পর্শেই যেন রীতিমতো নতুন এক ফিজকে দেখছে ক্রিকেট বিশ্ব।

ধোনি-ফিজ রসায়ন নিয়ে নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার মিচেল ম্যাকলেনাঘান গতকালের ম্যাচ শেষে বলেন, ‘মুস্তাফিজ বোলিংয়ে আসার পর ধোনিকে বেশ নির্ভার মনে হয়েছে। মুস্তাফিজ ধোনির সঙ্গে বারবার কথা বলছিল। ধোনি এভাবেই চেন্নাই ও ভারতকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে আসছে।’

এই দু’জনের রসায়ন নিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট কিংবদন্তি রোহান গাভাস্কারের মুখেও মধুর স্তুতি শুনতে পাওয়া গেল, ‘শেষ দুই ম্যাচেই বোলিংয়ের সময় মুস্তাফিজের সঙ্গে ধোনিকে কয়েকবার আলোচনা করতে দেখা গেছে। ধোনির অভিজ্ঞতা ও ফিজের অভিজ্ঞতা একত্রে কাজে লাগানোর ফলে তা চেন্নাইয়েরই কাজে আসছে।’ দুই ম্যাচে টাইগার পেসার তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করেছে বলে মনে করেন রোহান৷ সাথে তার বোলিংয়ে যে ভ্যারিয়েশন আছে তার সঠিক ব্যবহার ফিজ করতে পেরেছেন বলে রোহানের মত।

আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় মুস্তাফিজদের

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট