গতকাল (বুধবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রান বন্যার এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫২৩ রানের রেকর্ড গড়েছে। সানরাইজার্সের দেয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় মুম্বাই ম্যাচটি ৩১ রানে হারলেও ম্যাচটিতে ছিল রেকর্ডের ছড়াছড়ি।
৫২৩ রানের এ ম্যাচে যেসব রেকর্ড হয়েছে-
স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান
বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে গতকালের ম্যাচটি ৫২৩ রানের ইতিহাস গড়েছে যা দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ। হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে মুম্বাইয়ের ইনিংস থামে ২৪৬ রানে।
একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ছয়
হায়দরাবাদের কাছে গতকাল হার্দিক পান্ডিয়ার মুম্বাই হেরে গেলেও ছয় মারার দিক দিয়ে এগিয়ে ছিল। গতকালের জয়ী দল মোট ১৮ টি ছয় মারে, অন্য দিকে মুম্বাইয়ের ব্যাটাররা ছক্কা হাঁকান ২০ টি। অর্থাৎ পুরো ম্যাচে মোট ৩৮ টি ছয় হয় যা সারা বিশ্বের টি-টোয়েন্টি ও আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ।
আইপিএলে সর্বোচ্চ দলগত রান
এর আগে আইপিএলে সর্বোচ্চ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে সেবার ২৬৩ করেছিল তারা। গতকাল হায়দরাবাদের সংগ্রহ ছিল ২৭৭ রান যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।
পাওয়ার প্লে-তে হায়দরাবাদের সর্বোচ্চ রান
গতকাল মুম্বাইয়ের বিপক্ষে পাওয়া প্লে এর ৬ ওভারে মোট ৮১ রান তোলে হায়দরাবাদ যা তাদের দলের ইতিহাসে তোলা সর্বোচ্চ রান। এর আগে হায়দরাবাদের পাওয়ার প্লেতে তোলা সর্বোচ্চ রান ছিল ৭৯।
হায়দরাবাদের ব্যাটার হিসেবে দ্রুততম অর্ধ শতক রান
১৬ বলে পঞ্চাশ রান তুলে একই ইনিংসে ১৮ বলে ট্রাভিস হেডের পঞ্চাশ রানের রেকর্ডটি ভেঙে দিয়েছেন অভিষেক শর্মা। ফ্র্যাঞ্চাইজিটির কোন ব্যাটারের এটাই দ্রুততম অর্ধ শতক রানের রেকর্ড।
প্রথম ১০ ওভারে তোলা সর্বোচ্চ রান
গতকাল প্রথম ১০ ওভারে হায়দরাবাদের রান ছিল ১৪৮ যা কি না আসরটির ইতিহাসেই রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, সেটাও আবার এই হায়দরাবাদের বিপক্ষে প্রথম ১০ ওভারে ১৩১ রান তুলেছিল মুম্বাই।
অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান দেয়ার কীর্তি
গতকাল মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে ১৭ বছরের প্রোটিয়া পেসার কোয়েনা মাফাকার। আর অভিষেক ম্যাচে ৬৬ রান দিয়ে অভিষিক্ত বোলার হিসেবে সর্বোচ্চ রান খরচার মত দূর্ভাগা এক কীর্তির অধিকারী হয়েছেন এই বোলার। এর আগের কীর্তিটি ছিল ৬২ রান দেওয়া পাঞ্জাব কিংসের বোলার মাইকেল নেসেরের।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে চান সাকিব
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এমএস/এমটি