বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর অনেকটা ফুরফুরে মেজাজেই থাকার কথা শ্রীলঙ্কান ক্রিকেটারদের। তবে এরই মধ্যে একটি দুঃসংবাদ পেয়েছে সফরকারীরা। চোটে পড়ে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার কাসুন রাজিথা।
কাসুন রাজিথার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোমরের বাঁ পাশে ব্যথা অনুভব করছেন কাসুন রাজিথা। এ কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। চোট থেকে সেরে উঠতে তিনি দেশে ফিরে যাবেন।
সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিশাল জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজিথা। ফাইফারসহ দুই ইনিংসে মোট ৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
রাজিথার পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন আজিথা ফার্নানদো। ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও দ্রুত সেরে ওঠায় ফিরেছেন দ্বিতীয় টেস্টেই।
দেশের হয়ে এ পর্যন্ত ১৩ টি টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন আজিথা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তার রেকর্ডও আশানুরূপ। মাত্র ২ টেস্ট খেলেই ১৩ টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
আগামী শনিবার (৩০ মার্চ) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে চান সাকিব
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এমটি