আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ব্যাঙ্গালুরু।
এদিকে আজ কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ব্যাঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। এই ম্যাচে আর মাত্র ৩টা ছক্কা হাকালেই বিরাট বনে যাবেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ছয় মারা ব্যাটার।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে এতদিন সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইলের দখলে। যেটি ছিল গোটা আইপিএলেরই সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। আরসিবির হয়ে গেইল সর্বোচ্চ ২৩৯ বার বল পাঠিয়েছেন গ্যালারিতে। এদিকে আরসিবির জার্সিতে বিরাটের ছক্কার সংখ্যা ২৩৭ টি।
এখানে অবশ্য ক্রিস গেইল এবং বিরাট কোহলির মাঝে আছেন প্রোটিয়া ব্যাটার এবি ডিভিলিয়ার্স। তিনি এখন পর্যন্ত আরসিবির হয়ে হাকিয়েছেন ২৩৮ ছক্কা। বিরাট কোহলি আর ৩টি ছয় মারতে পারলেই এই দুই তারকা ব্যাটারকে পেছনে ফেলে হয়ে যাবেন আরসিবির জার্সিতে সর্বোচ্চ ছক্কা হাকানো ক্রিকেটার।
তবে যদি ম্যাচ প্রতি ছক্কা হাকানোর হিসেব হয় তবে সেই তালিকায় যে কারো থেকে এগিয়ে থাকবেন ক্রিস গেইল। কেননা ২৩৯ ছক্কা হাকাতে গেইল খেলেছেন মাত্র ৮৫ ম্যাচ। ডিভিলিয়ার্সের ২৩৮ ছক্কা মারতে লেগেছিল ১৫৬ ম্যাচ। অপরদিকে ২৩৭ ছক্কা হাকাতে বিরাট কোহলি খেলেছেন ২৩৯ ম্যাচ।
আইপিএলে নির্দিষ্ট কোন দলের হয়ে ২০০-র বেশি ছক্কা মেরেছেন মাত্র ছ’জন ক্রিকেটার। আরসিবির হয়ে গেইল, ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি ছাড়া এই তালিকায় আছেন কায়রন পোলার্ড- ২২৩ ছক্কা (মুম্বই ইন্ডিয়ান্স), রোহিত শর্মা- ২১০ ছক্কা (মুম্বই ইন্ডিয়ান্স) এবং মহেন্দ্র সিংহ ধোনি- ২০৯ ছক্কা (চেন্নাই সুপার কিংস)।
আরও পড়ুন: সবাইকে পেছনে ফেলে শীর্ষে মেসি, রোনালদো আছেন কোথায়?
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এফএএস