ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাতে চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। আরসিবির দেয়া ১৮৩ রানের বড় লক্ষ্য টপকাতে কলকাতার অবশ্য খুব একটা সমস্যা হয়নি। ৭ উইকেট ও ১৯ বল হাতে রেখে সহজেই আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় শাহরুখের কলকাতা।
এই ম্যাচেই বেশ কয়েকটি রেকর্ড ভাঙা-গড়ার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। একই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বেঙ্গালুরুর ব্যাটার বিরাট কোহলি এবং কলকাতার দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে মূলত বিরাট কোহলির ৮৩ রানের ইনিংসের কল্যাণেই ১৮২ রানের সংগ্রহ পায় আরসিবি। ইনিংসটি খেলতে কোহলি মোট ৪ টি চার ও ৪ টি ছয় মারেন। যদিও সুনীল নারিন ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট হাতে তাণ্ডবে এ রানও ধোপে টিকতে পারেনি। তবে কোহলির এই ৪ টি ছয়ের মাধ্যমে তিনি দুইটি কীর্তি গড়েছেন। যেখানে পেছনে ফেলেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ মহেন্দ্র সিং ধোনি ও আইপিএল সতীর্থ ক্রিস গেইলকে।
কালকের ম্যাচ শেষে এই টপ অর্ডারের আসরে মোট ছক্কার সংখ্যা হয়েছে ২৪১ টি। তিনি সর্বোচ্চ সংখ্যক ছক্কার তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। এর আগে চারে থাকা ধোনির ছয়ের সংখ্যা ২৩৯ টি। ৩৫৭ টি ছয় হাঁকিয়ে তালিকার শীর্ষে প্রায় ধরা-ছোঁয়ার বাইরে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। সঙ্গে আরসিবির জার্সি গায়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন কোহলির দখলে (২৪১ টি)। দ্বিতীয় স্থানে থাকা গেইলের মোট ছক্কা ২৩৯ টি। যদিও এই কীর্তি গড়তে কোহলির খেলতে হয়েছে ২৩২ ইনিংস আর গেইলের মাত্র ৮৪।
একই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিনও নতুন কীর্তি গড়েছেন। বিশ্বে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ তম ম্যাচ খেলা চতুর্থ ক্রিকেটার বনে গেছেন তিনি। তালিকার শীর্ষে আরেক ক্যারিবীয় কাইরন পোলার্ডের ম্যাচ সংখ্যা ৬৬০। দুইয়ে ডোয়াইন ব্রাভো (৫৭৩) ও তিন নম্বরে আছেন পাকিস্তানি কিংবদন্তি শোয়েব মালিক (৫৪২)। নারিন দিনটিকে আরও স্মরণীয় করেছেন ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়ে।
আরেকটি মাইলফলক হলো আন্দ্রে রাসেলের। এই ক্যারিবীয় গতকাল বল হাতে ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন। আর এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ব্যাট হাতে ২০০০ রান ও ১০০ উইকেট শিকারের নজির গড়েন তিনি। এই তালিকার এক নম্বরে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা জাদেজার বর্তমানে রান ২৭২৪ আর উইকেট ১৫২ টি।
আর দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে ১১৪ ম্যাচ খেলে রাসেলের রান ২৩২৬ এবং উইকেট সংখ্যা ১০০ টি। আর বিদেশি খেলোয়াড় হিসেবে এই রেকর্ড শুধু রাসেলের একার দখলে।
আরও পড়ুন: আবারও মাঠে ফিরে ব্যাঙ্গালুরুকে হারাতে চান গম্ভীর
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এমএস/এমটি