Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে দিনশেষে এগিয়ে শ্রীলঙ্কা

Bangladesh vs Srilanka 2nd Test Day 1
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। ছবি- সংগৃহীত

সিলেট টেস্টে বিশাল হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের শুরু থেকেই টাইগারদের বাজে ফিল্ডিংয়ের কারণে দিনশেষে চালকের আসনে সফরকারীরা।

শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে সফরকারীরা।

এদিন ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পেতে পারতো বাংলাদেশ। তবে বাজে ফিল্ডিংয়ের কারণে সেটা হয়ে উঠেনি। ইনিংসের ষষ্ঠ ওভারেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেতে পারতো অভিষিক্ত হাসান মাহমুদ। তবে স্লিপে মাহমুদুল হাসান জয় নিশান মাধুশকার সহজ ক্যাচ মিস করার কারণে উইকেট বঞ্চিত হন হাসান।

প্রথম সেশনে আরেক ওপেনার দিমুথ করুনারত্নের ক্যাচসহ আরো একাধিক সুযোগ তৈরি করেছিল বোলাররা। তবে ফিল্ডারদের আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় সেশনটি উইকেট শূন্যই কাটাতে হয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয় সেশনে দলীয় ৯৬ রানের মাথায় প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তবে এই উইকেটটি এসেছে রানআউট থেকে। ৫৭ রান করে ফিরে যান নিশান মাধুশকা।

এরপর প্রথম সেশনে জীবন পাওয়া দিমুথ করুনারত্নের সঙ্গে জুটি গড়েন কুশাল মেন্ডিস। তাদের ১১৪ রানের জুটি ভেঙে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। সেঞ্চুরির পথে এগোতে থাকা করুনারত্নেকে ৮৬ রানে বোল্ড করে ফেরান এই পেসার।

দিনের তৃতীয় সেশনে নব্বইয়ের ঘরে গিয়ে সাকিবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ভয়ংকর হয়ে ওঠা কুশাল মেন্ডিস। আউট হওয়ার আগে ৯৩ রান করেন তিনি। এছাড়া আরো একটি উইকেট নিয়ে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ফেরান হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ৩১৪ রান তুলে চালকের আসনে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশের অর্জন ৪ উইকেট।

আরও পড়ুন: আফগানদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ স্থগিত 

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট