চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টির খেলা। গতকাল এই টেস্টের প্রথম দিনের খেলায় নাজমুল হোসেন শান্ত ঘটিয়েছেন এক হাস্যকর কান্ড। তাইজুল ইসলামের করা বল প্রতিপক্ষ ক্রিকেটারের ব্যাটের মাঝে লাগলেও এলবিডব্লিউর রিভিউ নেন টাইগার কাপ্তান শান্ত।
গতকালের এই ঘটনা নিয়ে দেশীয় গণমাধ্যমে বেশ আলোচনা হলেও এবার সেই ঘটনার রেশ বয়ে গেছে দেশের বাইরেও। ভারতের কলকাতা পুলিশ প্রায় সময় নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আকর্ষণীয় ও সতর্কতামূলক পোস্ট করে থাকে। এবার শান্তর সেই রিভিউ নেওয়ার ঘটনা দিয়ে কলকাতা পুলিশ তৈরি করল একটি মিম।
ম্যাচে শান্তর রিভিউ নেওয়ার সেই মুহূর্ত এবং টিভি রিপ্লেতে দেখানো মেন্ডিসের মাঝ ব্যাটে বল লাগার সেই মুহূর্ত দুটির ছবি দিয়ে মিম বানিয়েছে কলকাতা পুলিশ। মিমটিতে শান্তর ছবির এক পাশে তারা লেখা, ‘লোভনীয় লিংকে ক্লিক করার আগে…।’ আর মেন্ডিসের মাঝ ব্যাটে বল লাগার মুহূর্তের ছবির পাশে তারা লিখেছে, ‘পরে…।’
তাইজুলের করা বলটি ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে ডিফেন্স করেছিলেন মেন্ডিস। বল গিয়ে লাগে তার ব্যাটের ঠিক মাঝখানে। তখন ব্যাট আর প্যাডের মাঝেও ছিল বেশ খানিকটা দূরত্বও। শান্ত সবাইকে অবাক করে সেটিতে এলবিডব্লিউ এর রিভিউ নেন। পরে অবশ্য বল ট্র্যাকিং দেখে নিজেও হেসেছেন শান্ত।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টাইগারদের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বাংলাদেশের রিভিউ নেওয়াকে জঘন্য উল্লেখ করে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিচ্ছি আবেগ দিয়ে। ওই বল ঠিক ব্যাটের মাঝে লেগেছে। এটা বাজে রিভিউ ছিল। তবে রিভিউ নিয়ে কেউ ভয় পাক, আমি এটাও চাইব না। তবে আমাদের আরেকটু ভালো পন্থা বের করতে হবে।’
আরও পড়ুন: বল লাগল মাঝ ব্যাটে, তবুও এলবিডব্লিউর রিভিউ নিলেন শান্ত
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এফএএস