চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে স্বপ্নের মতন এক আসর শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ৭ উইকেট শিকার করে ফিজ নিজের দখলে রেখেছেন টুর্নামেন্টের পার্পল ক্যাপ। তবে হঠাৎ বিসিবির জরুরি তলবে আইপিএলের মাঝেই ঢাকায় ফিরে এসেছেন মুস্তাফিজ।
গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে জরুরি ভিত্তিতে দেশে এসেছেন তিনি। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর ভিসা আবেদন এবং ফিঙ্গারপ্রিন্টের জন্যে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবারের মধ্যে (৪ এপ্রিল) মার্কিন দূতাবাসে উপস্থিত থাকতে হবে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের।
বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের সম্ভাব্য সকল ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য।’ এদিকে পরের দিনই (৫ এপ্রিল) রয়েছে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচ। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দল চেন্নাই।
এদিকে জানা গেছে ভিসা প্রক্রিয়া শেষ করতে দুদিন সকল ক্রিকেটারের পাসপোর্ট জমা রাখবে আমেরিকান দূতাবাস। যদি তেমনটাই হয় নিশ্চিতভাবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পরবর্তী ম্যাচ মিস করতে যাচ্ছেন দলের প্রথম দুই জয়ে অবদান রাখা মুস্তাফিজ।
চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে (৮ এপ্রিল) হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সেই ম্যাচের আগে অবশ্যই চেন্নাই চাইবে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরে পেতে। তবে ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিলে ভারত ফিরে যেতে আরো বিলম্ব হতে পারে ফিজের।
এরপর নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী ১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। চলমান আইপিএল গত ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ মে পর্যন্ত। তবে আন্তর্জাতিক সূচির ব্যস্ততার মুস্তাফিজকে বিসিবি ছাড়পত্র দিয়েছে ১২ মে পর্যন্ত।
আরও পড়ুন: মুস্তাফিজ হঠাৎ কেন ঢাকায় ফিরলেন?
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এফএএস