দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে কোনরকম চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও আজ ১৯২ রানে পরাজিত হয়েছে টাইগাররা। ৫১১ রানের বড় লক্ষ্যের জবাবে ৩১৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহজ স্বীকারোক্তি, ব্যাটিং ভালো হয়নি নিজেদের।
চট্টগ্রাম টেস্টের শেষ ইনিংসে ৩০০ রান পার করলেও এর আগের ৫ ইনিংসে ২০০ রানও স্পর্শ করতে পারেনি টাইগার ব্যাটাররা। এদিন তাই ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের ব্যাটিং ইনিংসের দুর্বলতার কথা তুলে ধরেন শান্ত, ‘আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি।’
এছাড়া এদিন সাকিব, লিটন, শান্ত, জাকির বা মাহমুদুল জয় উইকেটে সেট হয়েও কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। এই বিষয় নিয়ে শান্ত বলেছেন, ‘সবাই উইকেটে সেট হয়েছে কিন্তু বড় রান করতে পারেনি। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবো তারা যেন বড় রান করতে পারি।’
এদিকে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বারবার টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি নিয়ে কথা উঠছে বিভিন্ন মাধ্যমে। শান্ত নিজেও এদিন কথা বলেছেন এই বিষয়ে, ‘একজন খেলোয়াড় হিসেবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলি তাহলে তা আমাদের কাজে আসবে।’
চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত হাসান মাহমুদসহ একাধিক খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক, ‘হাসান প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ছিল। সাকিব ভাই এতদিন পর এসে যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।’
আরও পড়ুন: শেষবেলায় মিরাজের দৃঢ়তা, তবুও বড় হার বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এফএএস