Connect with us
ক্রিকেট

২০২৪ সালের এপ্রিলে বিশ্ব ক্রিকেটের যত খেলা

All the world cricket games in April 2024
এপ্রিলে যত খেলা। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের জমজমাট ব্যস্ততা৷ ক্রিকেটের নামকরা তারকারা ভীড় জমিয়েছে ভারতের আইপিএলের দশটি ফ্রাঞ্জাইজিতে৷ তবুও আইপিএলের ফাঁকে দর্শকদের জন্য এপ্রিল মাস জুড়ে অপেক্ষা করছে পুরুষ ও নারীদের বিভিন্ন সিরিজ।

একনজরে ২০২৪ সালের এপ্রিলে বিশ্ব ক্রিকেটের যত ম্যাচ:

পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

চলতি মাসে বিশ্ব ক্রিকেটে আইপিএলের পাশাপাশি দর্শকদের চোখ থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দিকে। অবশ্য আইপিএলের কারণে নিজেদের সেরা ক্রিকেটারদের পাচ্ছে না নিউজিল্যান্ড। ফলে মিচেল ব্রেসওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

তারিখদল ভেন্যু
১৮ এপ্রিলপাকিস্তান বনাম নিউজিল্যান্ডরাওয়ালপিন্ডি
২০ এপ্রিলপাকিস্তান বনাম নিউজিল্যান্ডরাওয়ালপিন্ডি
২১ এপ্রিল পাকিস্তান বনাম নিউজিল্যান্ডরাওয়ালপিন্ডি
২৫ এপ্রিলপাকিস্তান বনাম নিউজিল্যান্ডলাহোর
২৭ এপ্রিলপাকিস্তান বনাম নিউজিল্যান্ডলাহোর

কানাডা-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফর করবে কানাডা৷

তারিখ দল ভেন্যু
৭ এপ্রিলকানাডা বনাম যুক্তরাষ্ট্রহোস্টন
৯ এপ্রিলকানাডা বনাম যুক্তরাষ্ট্রহোস্টন
 ১০ এপ্রিলকানাডা বনাম যুক্তরাষ্ট্রহোস্টন
১২ এপ্রিলকানাডা বনাম যুক্তরাষ্ট্রহোস্টন
১৩ এপ্রিলকানাডা বনাম যুক্তরাষ্ট্রহোস্টন

ওমান-নামিবিয়া টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে থেমে নেই ওমান ও নামিবিয়া৷ গ্রুপ ‘বি’ তে দুই দল ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিচ্ছে। পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি খেলতে বর্তমানে ওমানে রয়েছে নামিবিয়া ক্রিকেট দল৷ ওমানের আল-আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়া ও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ওমান৷

তারিখ দল ভেন্যু
৪ এপ্রিল ওমান বনাম নামিবিয়া আল-আমিরাত
৫ এপ্রিল ওমান বনাম নামিবিয়া আল-আমিরাত
৭ এপ্রিল ওমান বনাম নামিবিয়া আল-আমিরাত

এপ্রিল মাস জুড়ে নারীদের ক্রিকেটেও রয়েছে রাজ্যের ব্যস্ততা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান, আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের নারীদের রয়েছে ভিন্ন সংস্করণের সিরিজ৷

ওয়েস্ট ইন্ডিজ(নারী)-পাকিস্তান(নারী)

তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল৷

ওডিআই

তারিখ দল ভেন্যু
১৮ এপ্রিলপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম
২১ এপ্রিলপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম
২৩ এপ্রিলপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম

টি-টোয়েন্টি

তারিখ দল ভেন্যু 
২৬ এপ্রিলপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম
২৮ এপ্রিলপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম
৩০ এপ্রিলপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম
২ মেপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম
৩ মেপাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজকরাচি স্টেডিয়াম

বাংলাদেশ(নারী)- ভারত (নারী)

চলতি মাসের শেষের দিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল।

তারিখ  দলভেন্যু
২৮ এপ্রিলবাংলাদেশ বনাম ভারত সিলেট
 ৩০ এপ্রিলবাংলাদেশ বনাম ভারত সিলেট
 ২ মে বাংলাদেশ বনাম ভারত সিলেট
৬ মে বাংলাদেশ বনাম ভারত সিলেট
৯ মে বাংলাদেশ বনাম ভারত সিলেট

আয়ারল্যান্ড(নারী)- থাইল্যান্ড(নারী)

থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে সংযুক্ত আরব-আমিরাত সফর করবে আয়ারল্যান্ড নারী দল৷

তারিখ দল ভেন্যু
১৬ এপ্রিলআয়ারল্যান্ড বনাম থাইল্যান্ড টলারেন্স ওভাল
 ১৮ এপ্রিলআয়ারল্যান্ড বনাম থাইল্যান্ড টলারেন্স ওভাল

চারদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

এপ্রিলে আরব-আমিরাতে বসতে যাচ্ছে চারদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আরব-আমিরাত, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের নারীদের মধ্যে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

তারিখ দলভেন্যু
১৬ এপ্রিলআরব-আমিরাত বনাম নেদারল্যান্ডসআবুধাবি
১৬ এপ্রিলস্কটল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রআবুধাবি
১৭ এপ্রিলআরব-আমিরাত বনাম যুক্তরাষ্ট্রআবুধাবি
১৭ এপ্রিলস্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডসআবুধাবি
১৯ এপ্রিলআরব-আমিরাত বনাম স্কটল্যান্ডআবুধাবি
১৯ এপ্রিলনেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্রআবুধাবি

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাই-২০২৪ 

এপ্রিও ও মে মাসে সংযুক্ত আরব-আমিরাতে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড৷

তারিখদল  ভেন্যু
২৫ এপ্রিলশ্রীলঙ্কা বনাম থাইল্যান্ডটলারেন্স ওভাল
২৫ এপ্রিলআরব-আমিরাত বনাম আয়ারল্যান্ড আবুধাবি
২৫ এপ্রিলস্কটল্যান্ড বনাম উগান্ডাটলারেন্স ওভাল

 

২৭ এপ্রিলনেদারল্যান্ডস বনাম ভানুয়াতুটলারেন্স ওভাল
২৭ এপ্রিলযুক্তরাষ্ট্র বনাম উগান্ডা আবুধাবি
২৭ এপ্রিলস্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কা আবুধাবি
২৭ এপ্রিলআরব আমিরাত বনাম জিম্বাবুয়েটলারেন্স ওভাল

 

২৯ এপ্রিলস্কটল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রটলারেন্স ওভাল
২৯ এপ্রিলআয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়েআবুধাবি
২৯ এপ্রিলথাইল্যান্ড বনাম উগান্ডাটলারেন্স ওভাল
২৯ এপ্রিলআরব আমিরাত বনাম নেদারল্যান্ডসআবুধাবি

 

১ মেনেদারল্যান্ডস বনাম জিম্বাবুয়েটলারেন্স ওভাল
১ মেশ্রীলঙ্কা বনাম উগান্ডাআবুধাবি
১ মেআয়ারল্যান্ড বনাম ভানুয়াতুটলারেন্স ওভাল
১ মেথাইল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রআবুধাবি

 

৩ মেআরব-আমিরাত বনাম ভানুয়াতুআবুধাবি
৩ মেস্কটল্যান্ড বনাম থাইল্যান্ডটলারেন্স ওভাল
৩ মেশ্রীলঙ্কা বনাম যুক্তরাষ্ট্রআবুধাবি
৩ মেআয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডসটলারেন্স ওভাল

 

৫ মেসেমিফাইনাল-১আবুধাবি
৫ মেসেমিফাইনাল-২আবুধাবি
৭ মেফাইনাল আবুধাবি

আরও পড়ুন: আইসিসি এলিট প্যানেল আম্পায়ার কারা, কতজন থাকে? 

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট